Suvendu Adhikari: ‘আধা সামরিক বাহিনী দিয়েই ভোট হবে’, আবার আদালতে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর
Suvendu Adhikari: বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী আবারও জানিয়ে দিলেন, পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রের আধা সামরিক বাহিনী দিয়েই করানো হবে।
কোলাঘাট: অতীতে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে (Panchayet Election) বার বার হিংসা ও অশান্তির অভিযোগ তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। তাই এবার রাজ্য পুলিশের উপর আস্থা রাখতে পারছে না বিরোধীরা। তাদের দাবি, পঞ্চায়েত ভোট করানো হোক কেন্দ্রীয় বাহিনী দিয়ে। বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আবারও জানিয়ে দিলেন, পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রের আধা সামরিক বাহিনী দিয়েই করানো হবে। বললেন, ‘আমার অপশন খোলা আছে। আধা সামরিক বাহিনী এবং মনোনয়ন জমা – এই দুটি বিষয়ের জন্যই আমি নতুন পিটিশন করব। আধা সামরিক বাহিনী দিয়েই ভোট হবে।’ উল্লেখ্য, পঞ্চায়েতের সংরক্ষণ সংক্রান্ত বিষয়ে ইতিপূর্বেই একটি মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই মামলায় হাইকোর্ট বলেছিল, এই পর্যায়ে পঞ্চায়েত নির্বাচনে কোনও হস্তক্ষেপ করতে চায় না আদালত। পরবর্তীতে হাইকোর্টের রায়কে চ্য়ালেঞ্জ জানিয়ে সুুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। এদিন শীর্ষ আদালতও হাইকোর্টের রায়কেই বহাল রেখেছে।
সেই প্রসঙ্গে কথা বলার সময় শুভেন্দু অধিকারী পঞ্চায়েত ভোট নিয়ে নতুন করে মামলা করার হুঁশিয়ারি দিলেন। উল্লেখ্য, এদিন পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকে বেড়িয়াচকে গোবর্ধনধারী মন্দিরের রথযাত্রার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মায়াপুর থেকে চৈতন্যদেবের পাদুকা এনে মন্দিরের স্থাপন করা হয়। শুভেন্দু অধিকারী নিজে এদিন গোবর্ধন জীউ রথযাত্রার উদ্বোধন করেন। তারপর মন্দির থেকে বেরিয়ে এসে বিরোধী দলনেতা পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনীর ইস্যুতে মন্তব্য করলেন। বুঝিয়ে দিলেন, পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর জন্য আবার আদালতে যাবেন তিনি।
রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। কিন্তু ভোটের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। প্রতিটি রাজনৈতিক দলই আসরে নেমে পড়েছে। চলছে আক্রমণ, প্রতি আক্রমণের পালা। তপ্ত বাক্য বিনিময়ও হচ্ছে। ভোটের আগে ক্রমেই গরম হচ্ছে বাংলার রাজনীতির বাতাবরণ। এমন অবস্থায় আধা সামরিক বাহিনী দিয়ে ভোট করানোর দাবিতে শুভেন্দু অধিকারীর আদালতে যাওয়ার হুঁশিয়ারি স্বাভাবিকভাবেই আরও উত্তাপ বাড়াচ্ছে বঙ্গ রাজনীতিতে।