Moyna: সাঁকো থেকে সাইকেল নিয়ে সোজা খালে মা-শিশু!

Moyna: এই খালের ওপর কংক্রিটের সাঁকোটি বহু পুরানো। দীর্ঘদিন ধরেই সাঁকোর দু'পাশে লোহার তৈরি রেলিং নষ্ট হয়ে গিয়েছে। খোলা সাঁকোর ওপর দিয়েই অবাধে যাতায়াত করেন স্থানীয় বাসিন্দারা।

Moyna: সাঁকো থেকে সাইকেল নিয়ে সোজা খালে মা-শিশু!
কালভার্ট থেকে খালে পড়ে গেল মা-শিশুImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 13, 2023 | 4:29 PM

পূর্ব মেদিনীপুর: সন্তানকে সাইকেলের পিছনে বসিয়ে সাঁকোর ওপর দিয়ে যাচ্ছিলেন মা। খোলা সাঁকো, নেই কোনও রেলিং। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন মা। সাইকেল নিয়ে সোজা সাঁকোর থেকে নীচে। রাস্তার ধারে সিসিটিভিতে ধরা পড়ে হাড়হিম সেই ছবি। জলে হাবুডুবু খেতে থাকে মা-শিশু। প্রত্যক্ষদর্শীদের অনেকেই ততক্ষণে তাঁদের উদ্ধারে জলে ঝাঁপ দিয়েছেন। জল থেকে ভালভাবে উদ্ধার করা হয় মা-সন্তানকে। চিকিৎসকরা জানিয়েছেন, তারা দুজনেই সুস্থ রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার নাসা খালে ভয়ঙ্কর ঘটনা।

এই খালের ওপর কংক্রিটের সাঁকোটি বহু পুরানো। দীর্ঘদিন ধরেই সাঁকোর দু’পাশে লোহার তৈরি রেলিং নষ্ট হয়ে গিয়েছে। খোলা সাঁকোর ওপর দিয়েই অবাধে যাতায়াত করেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসন দেখেও উদাসীন রয়েছেন। কোনভাবেই সাঁকোর দুপাশ ঘেরার ব্যবস্থা করেননি। অবাধেই ওই এই খোলা সাঁকোর উপর দিয়ে চলত মানুষের যাতায়াত।

বৃহস্পতিবার দুপুরে সেই সাঁকোর ওপর দিয়েই যাচ্ছিলেন সাইকেল আরোহী স্থানীয় এক মহিলা এবং তার দু’বছরের শিশু। কিছু বুঝে ওঠা মাত্রই নিয়ন্ত্রণ হারিয়ে ওপর থেকেই সাঁকোর নিচে থাকা অথৈ জলে পড়ে যায় মা ও দুবছরের শিশুটি। জলের মধ্যে হাবুডুবু খেতে থাকেন মা ও শিশু । স্থানীয় বাসিন্দারা সাঁকো থেকে ঝাঁপ দেন।

কোনওক্রমে ডুবন্ত শিশু ও মাকে উদ্ধার করেন তাঁরা। স্থানীয় এক ডাক্তার সহযোগিতায় প্রাথমিক চিকিৎসা করানো হয় মা ও শিশুটিকে। বর্তমানে তাঁরা দু’জনেই সুস্থ রয়েছেন। তবে দুশ্চিন্তা কাটছে না ওই এলাকার বাসিন্দাদের। রাতবিরেতে এই ধরনের ঘটনা আবারও ঘটতে পারত বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।