Israel-Hamas War: ‘সাইরেন বাজলেই বাঙ্কারে’, অপারেশন অজয়ের অপেক্ষায় কাঁথির বিজ্ঞানী
Israel-Hamas War: পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির মেধাবী সন্তান দেবদত্ত পানিগ্রাহী। পেশায় বিজ্ঞানী দেবদত্তবাবু। বর্তমানে লেবাননের হাইফা এলাকায় স্ত্রী দর্শনাকে নিয়ে আটকে রয়েছেন তাঁরা। তবে এই পরিবেশেও নিজেদের নিরাপদ থাকার বার্তা দিলেন তাঁরা।
কাঁথি: ইসরায়েলে গিয়েছিলেন গবেষণার কাজে। সব ঠিকঠাকই চলছিল। কিন্তু আচমকাই বাঁধল যুদ্ধ। যার জেরে অন্যান্য আরও সকল ভারতীয়র মতো আটকে পড়েছেন কাঁথির বিজ্ঞানী পরিবার। যুদ্ধ-বিধ্বস্ত পরিবেশে গান গেয়ে বার্তা পাঠালেন তাঁরা।
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির মেধাবী সন্তান দেবদত্ত পানিগ্রাহী। পেশায় বিজ্ঞানী দেবদত্তবাবু। বর্তমানে লেবাননের হাইফা এলাকায় স্ত্রী দর্শনাকে নিয়ে আটকে রয়েছেন তাঁরা। তবে এই পরিবেশেও নিজেদের নিরাপদ থাকার বার্তা দিলেন তাঁরা। যুদ্ধ বিধ্বস্ত ইসরাইল থেকে ভারতীয়দের ঘরে ফেরাতে ইতিমধ্যে ‘অপারেশন অজয়’ চালু করেছে ভারত সরকার। প্রথম বিমানটি সেদেশে আটকে পড়া ভারতীয়দের নিয়ে ইতিমধ্যেই দেশে ফিরেছে। তাই এখন ‘অজয়’ এর দিকেই তাকিয়ে পানিগ্রাহী পরিবার।
প্রাথমিকভাবে জানতে পারা গিয়েছে, তেলা আ ভিভ এলাকার নর্দান অংশে যুদ্ধ চলছে। দেবদত্তরা আছেন সাউদার্ন পার্টে । তুলনামূলক ভাবে এই সাউদার্ন পার্ট কিছুটা শান্ত । তবে লেবাননের পাশে হাওয়ায় যে কোনও সময় যুদ্ধ বেঁধে যেতে পারে। ফোনে দেবদত্ত বলেন, “সাইরেন বাজলে বাঙ্কারে আশ্রয় নিতে হচ্ছে। বেশ কয়েকবার এই ঘটনা ঘটেছে।” তবে পরিবারকে আশ্বস্ত করতে ভিডিয়ো বার্তা পাঠিয়েছেন পরিবারের উদ্দ্যেশে। এ দিকে, ছেলে-বৌ সেখানে থাকায় চোখে ঘুম আসছে না চিকিৎসক সুকুমার পানিগ্রাহী ও মা অবসরপ্রাপ্ত শিক্ষিকা মমতাময়ী পানিগ্রাহীর।
বস্তুত, দেবদত্ত কাঁথি হাইস্কুল থেকে উচ্চ-মাধ্যমিক পাশ করেন। তারপর বেলুড় বিদ্যামন্দিরে অনার্স করে গোহাটি আইআইটি থেকে এমএসসি করেন। খড়গপুর আইআইটি থেকে পিএইচডি করার পর জাপান চলে যান। সেখানে তিন বছর ছিলেন। এই বছর ইসরায়েলে ইনস্টিটিউট অফ দ্যা টেকনোলজিতে যোগ দেন।