Moyna chaos: ১০ দিন ধরে হাসপাতালের বাইরে শুয়ে বৃদ্ধ, ‘হাওয়া’ ছেলে-বউ
Moyna chaos: পূর্ব মেদিনীপুরের ময়না। জানা যাচ্ছে, নাম-পরিচয়হীন এক পঁচাত্তর উর্ধ্ব এক বৃদ্ধ ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পড়েছিলেন প্রায় দশ থেকে বারো দিন ধরে। কেউ একবারও এসে জিজ্ঞাসাটুকু করেননি কী হয়েছে তাঁর। জোটেনি আহারও।
ময়না: চোখ মুখ কেটেছে। রক্তও বেরচ্ছে। সেই অবস্থায় হাসপাতাল পড়ে রয়েছেন বৃদ্ধ। দেখার কেউ নেই। কিংবা বলা ভাল কেউ দেখেও দেখছেন না! আর মানবিকতা? সে প্রশ্ন বোধহয় না তোলাই ভাল। টানা ১০ থেকে ১২ দিন হাসপাতালের ভিতরে পড়ে থাকার পরও জোটেনি চিকিৎসা। শুধু তাই নয়, মুখে ওঠেনি অন্ন। পরে এক অ্যাম্বুলেন্স চালকের চেষ্টায় ভাগ্য খুলল তাঁর।
পূর্ব মেদিনীপুরের ময়না। জানা যাচ্ছে, নাম-পরিচয়হীন এক পঁচাত্তর উর্ধ্ব এক বৃদ্ধ ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পড়েছিলেন প্রায় দশ থেকে বারো দিন ধরে। কেউ একবারও এসে জিজ্ঞাসাটুকু করেননি কী হয়েছে তাঁর। জোটেনি আহারও। এর মধ্যে হয়েছে বৃষ্টি। নদীর জল খাল হয়ে ভেসেছে ময়না ব্লকের একাংশ। বাদ যায়নি হাসপাতাল চত্বরও। সেই জলমগ্ন পরিস্থিতির মধ্যেই পড়েছিলেন তিনি।
প্রথমে রোগীর পরিজনদের বিশ্রমাকক্ষে ঠাঁই মিললেও পরে সেখান থেকেও তাড়িয়ে দেওয়া হয় বলে খবর। শেষে আশ্রয় নেন আউডোরে। রক্তাক্ত অবস্থায় সেখানেও পড়ে যান তিনি। শেষে বিষয়টি নজরে পড়ে স্থানীয় এক অ্যাম্বুলেন্স চালকের। তিনি দেখতে পেয়ে হাসপাতাল আধিকারিক ও পুলিশকে খবর দেন। এরপর এক নার্স এসে হাসপাতালে ভর্তি করে তাঁকে। বৃদ্ধের প্রাথমিক চিকিৎসা শুরু হয়েছে।
দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক কৃষ্ণেন্দু ভৌমিক বলেন, “বৃদ্ধের জন্ডিস হয়েছে বলেই প্রাথমিক ভাবে মনে হচ্ছে। আরো কোনও রোগ থাকতে পারে বলে মনে হচ্ছে ৷”
সূত্রের খবর, বৃদ্ধের পরিবার রয়েছে। তাঁর এক ছেলে নাতি-নাতনি এবং বউ-বৌমা রয়েছে। কিন্তু তাঁরা দেখাশোনা না করায় উনি বাড়ি থেকে বেরিয়ে আসেন৷