উদ্বেগজনক পরিস্থিতি নন্দীগ্রামে! পরিস্থিতি সামলাতে ঠিক কতটা প্রয়োজন ফোর্স, ভাবছেন পুলিশ কর্তারা
পুনর্গণনার দাবিতে নন্দীগ্রামে (Nadigram) উত্তেজনা রয়েছে। নন্দীগ্রাম ১ ও ২ নম্বর ব্লকের বিভিন্ন জায়গাতেই দফায় দফায় সংঘর্ষ হচ্ছে।
নন্দীগ্রাম: পুনর্গণনার দাবিতে নন্দীগ্রামে (Nadigram) উত্তেজনা রয়েছে। নন্দীগ্রাম ১ ও ২ নম্বর ব্লকের বিভিন্ন জায়গাতেই দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। সাউথ খন্দ, কেদেমারি ওসমানচক, সাহাপুর, মনোহরপুর, বলরামপুর এলাকায় একাধিক গাড়ি ও বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। পুনর্গণনার দাবিতে হলদিয়ার মঞ্জুশ্রী মোড়ে অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কর্মীরা।
রবিবার রাত থেকেই উত্তপ্ত নন্দীগ্রামের বিভিন্ন প্রান্ত। সোনাচূড়ার কাছে একাধিক জায়গায় বিজেপি কর্মীদের গাড়ি, বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। সেখানে অনেকেই ভয়ে বাড়ি থেকে বেরোতে পারছেন না। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিআরপিএফ ক্যাম্প রয়েছে। তার কিছুটা দূরেই শ্যামপুর চকে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ।
পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও উঠছে। যদিও পুলিশ বলছে, এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ না পাওয়ায় পদক্ষেপ করা যাচ্ছে না। নন্দীগ্রামের ভোটে জয় পেয়েছেন শুভেন্দু অধিকারী। রবিবারই যখন শুভেন্দু অধিকারী হলদিয়ায় এসডিপিও অফিসে পৌঁছন জয়ের শংসাপত্র নেওয়া জন্য, সে সময় তৃণমূল কর্মী সমর্থকদের বাধার মুখে পড়েন। তাঁর গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয়। কার্যত লুকিয়ে-বাঁচিয়ে তাঁকে পরিস্থিতি থেকে বার করে আনেন নিরাপত্তারক্ষীরা। পরিস্থিতি দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে।
আরও পড়ুন: WB Election Results 2021: ‘কোথায় ভুল হল!’, বঙ্গে গেরুয়া ঝড়ের পথে বাধা হল যে কারণগুলি
এদিকে, নন্দীগ্রামের টাউন ক্লাবে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠছে। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বিজেপির কার্যালয়েও। বেশ কিছু জায়গায় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হচ্ছে যে সেখানে পুলিশও পৌঁছতে পারছে না। পুলিশের কাছে যা ফোর্স রয়েছে, তা দিয়ে গোটা নন্দীগ্রাম সামাল দেওয়ার কনফিডেন্স পাচ্ছেন না উচ্চপদস্থ কর্তারাও। নন্দীগ্রামে এই মুহূর্তের পরিস্থিতি যথেষ্টই উদ্বেগজনক বলে জানা যাচ্ছে।