TMC: শুভেন্দুকে মানুষ কালো পতাকা দেখাবেন, হুঁশিয়ারি পটাশপুরের বিধায়কের

TMC: রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের উপস্থিতিতেই খেজুরির বিজেপি প্রাক্তন সহ-সভাপতি পরিতোষ দাস ও প্রাক্তন মণ্ডল সভাপতি প্রভাংশু মণ্ডলের নেতৃত্বে ৪০ জন বিজেপি কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসের যোগদান করেছে বলেও দাবি করেন বলে দাবি করে তৃণমূল।

TMC: শুভেন্দুকে মানুষ কালো পতাকা দেখাবেন, হুঁশিয়ারি পটাশপুরের বিধায়কের
শান্তনু সেন ও উত্তম বারিক। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 16, 2023 | 8:54 PM

পূর্ব মেদিনীপুর: গত কয়েকদিনে বারবার উত্তপ্ত হয়েছে খেজুরি। এবার বিরোধী দলনেতাকে কার্যত হুঁশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খেজুরিতে ঢুকলে মানুষ কালো পতাকা দেখাবেন বলে হুঁশিয়ারি দেন এই তৃণমূল নেতা। পুলিশের উপর হামলা ও বোমাবাজির অভিযোগকে সামনে রেখে সম্প্রতি একাধিক বিজেপি নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়। সেই তালিকায় রয়েছেন বিজেপির মণ্ডল সভাপতিও।

এই গ্রেফতারির প্রতিবাদে পথে নামেন শুভেন্দু অধিকারী। প্রতিবাদ মিছিল করেন তিনি। এমনকী খেজুরি থানায় গিয়ে পুলিশকে ধমকও দিতে দেখা যায় তাঁকে। অন্যায়ভাবে বিজেপি নেতা কর্মীদের গ্রেফতার করার ফল পুলিশকে ভুগতে হবে বলে সতর্ক করেন তিনি। এমনকী খেজুরিতে পুলিশ ঢুকলে গ্রামবাসীকে শঙ্খ বাজানোরও কথা বলেন তিনি। তারই পাল্টা সোমবার খেজুরির কুঞ্জপুর বাজারে কর্মসূচি করল তৃণমূল কংগ্রেস। সেখানেই শুভেন্দুকে হুঁশিয়ারি দেন উত্তম বারিক। খেজুরিতে ঢুকলে তাঁকে কালো পতাকা দেখানো হবে বলেও বার্তা দেন। আর তা সাধারণ মানুষ দেখাবেন বলেও তাঁর বার্তা।

রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের উপস্থিতিতেই খেজুরির বিজেপি প্রাক্তন সহ-সভাপতি পরিতোষ দাস ও প্রাক্তন মণ্ডল সভাপতি প্রভাংশু মণ্ডলের নেতৃত্বে ৪০ জন বিজেপি কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসের যোগদান করেছে বলেও দাবি করে তৃণমূল। সেখানেই জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক বলেন, “খেজুরির সভায় যোগ দিতে আসার পথে বিজেপির লোকের হাতে একাধিক তৃণমূল কর্মী সমর্থক আহত হয়েছেন। ৪-৫ টি বাইক ভাঙচুর করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের যোগদানকারী একাধিক বিজেপি কর্মী সমর্থকদের আটকে দেওয়া হয়েছে। খেজুরির মানুষ আগামিদিনে এর যোগ্য জবাব দেবে।”

পরে উত্তম বারিক বলেন, “বিরোধী দলনেতা বলেছেন খেজুরিতে পুলিশ ঢুকলে শঙ্খ বাজাবেন। আমি বলছি খেজুরিতে উনি ঢুকলে মানুষ কালো পতাকা দেখাবেন। রাস্তায় বসে মানুষ চিৎকার করবেন, আবাস যোজনা ও ১০০ দিনের টাকা চাই।” যদিও জেলা বিজেপি নেতৃত্ব এই যোগদানকে তীব্র কটাক্ষ করেছে। এসব টাকার খেলা বলে খোঁচা বিজেপির।