Digha: দিঘায় ঘুরতে গিয়ে ‘ধর্ষিতা’ পর্যটক, আস্থা ফেরাতে প্রতিবাদ মিছিলে নামল তৃণমূল
TMC: সৈকত সুন্দরী দিঘায় এমন নারকীয় ঘটনাকে কেন্দ্র আতঙ্ক দানা বাঁধতে শুরু করেছে পর্যটকদের মনে। প্রশ্ন উঠতে শুরু করেছে, তাঁদের নিরাপত্তার বিষয়ে। এসবের মধ্যেই এবার পর্যটকদের মনের আস্থা ফেরাতে পথে নামল তৃণমূল। দিঘার ওই নক্ক্যারজনক ঘটনার প্রতিবাদে ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে দিঘার রাস্তায় ঘাসফুলের পতাকা হাতে চলল মিছিল। নিউ দিঘা শনি মন্দির চত্বর থেকে শুরু হয়ে গোটা সৈকত শহর ঘুরে মিছিল শেষ হয় নিউ দিঘা ঢেউ সাগরের কাছে গিয়ে।
দিঘা: সৈকত সুন্দরী দিঘায় বিতর্ক যেন পিছু ছাড়ছে না। রবিবার এক পর্যটককে সস্তায় হোটেল পাইয়ে দেওয়ার নামে, ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। যুবতীর পুরুষ বন্ধুকে গাছের সঙ্গে বেঁধে, তাঁর সামনেই যুবতীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু, সৈকত সুন্দরী দিঘায় এমন নারকীয় ঘটনাকে কেন্দ্র আতঙ্ক দানা বাঁধতে শুরু করেছে পর্যটকদের মনে। প্রশ্ন উঠতে শুরু করেছে, তাঁদের নিরাপত্তার বিষয়ে। এসবের মধ্যেই এবার পর্যটকদের মনের আস্থা ফেরাতে পথে নামল তৃণমূল।
দিঘার ওই নক্ক্যারজনক ঘটনার প্রতিবাদে ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে দিঘার রাস্তায় ঘাসফুলের পতাকা হাতে চলল মিছিল। নিউ দিঘা শনি মন্দির চত্বর থেকে শুরু হয়ে গোটা সৈকত শহর ঘুরে মিছিল শেষ হয় নিউ দিঘা ঢেউ সাগরের কাছে গিয়ে। মাঝে কিছুক্ষণের জন্য কার্যত রাস্তা অবরোধ করে চলে প্রতিবাদ। মঙ্গলবার এই প্রতিবাদ মিছিলের নেতৃত্বে ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম দাস, রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার-সহ অন্যান্যরা।
তৃণমূলের তরফে রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বক্তব্য, ‘লোকসভা ভোটের আগে কিছু অসাধু ব্যক্তিকে নামিয়ে দেওয়া হয়েছে, যাতে অশান্তির বাতাবরণ তৈরি করা যেতে পারে। রবিবার যে ঘটনা ঘটেছে, সেই নারী নির্যাতনের প্রতিবাদে আমরা পথে নেমেছি। দোষীদের অবিলম্বে শাস্তি দিতে হবে এবং দোষীদের যারা মদত দিচ্ছে, তাদেরও গ্রেফতার করতে হবে।’ পর্যটকরা যাতে শান্তিপূর্ণ উপায়ে দিঘায় ঘুরতে আসতে পারেন, সেই কথাও আজ বলতে শোনা যায় নিতাই চরণ সারকে।
এদিকে দিঘার ঘটনা নিয়ে মুখ খুলেছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও। দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত বলেন, এই সব ঘটনার জন্য রাজ্যের পর্যটনের ক্ষতির আশঙ্কা করেছেন।