Doctor: চলে গেলেন বাংলার ১ টাকার ডাক্তার, ভগবানকে হারালেন গরিবরা
Contai: পরে নিজের বাড়িতেই ‘দুঃস্থ সেবাসদন’ নামে সেবা কেন্দ্র খোলেন। দীর্ঘদিন এখানে বসেই কাঁথি বাসিকে চিকিৎসা পরিষেবা দিয়েছেন। দিনে-রাতে যে কোন সময়ই স্বাস্থ্যকেন্দ্রে গেলে দেখা পাওয়া যেত মলয়বাবুর।
কাঁথি: ১ টাকার ডাক্তার ! শোকস্তব্ধ কাঁথি তথা গোটা বাংলা। কাঁথির এক টাকার ডাক্তার প্রয়াত হলেন। কাঁথির প্রবীণ ‘চিকিৎসক’ মলয় সাহু। তিনি একটি চিকিৎসা কেন্দ্র চালাতেন। কাঁথির চিকিৎসা জগতে নামটাই তাঁর যথেষ্ট। বিশেষত গরিব ও নিম্ন মধ্যবিত্তদের কাছেই তিনি ছিলেন ভগবান! একটা সময় তিনি চিকিৎসার জন্য এক টাকা ভিজিট নিতেন। এমনকি বহু গরিব মানুষকে তিনি বিনে পয়সায় চিকিৎসা পরিষেবা দিতেন। কাঁথিতে সকলের মনে ছিলেন এক টাকার ডাক্তার! পরবর্তীতে তিনি দু’টাকা ও ৫ টাকা করে নিতেন। কাঁথি শহরে প্রখ্যাত চিকিৎসক অজিত সিংহের কাছেই প্রথমে সহায়ক হিসেবে কাজ শুরু করেন মলয়বাবু।
পরে নিজের বাড়িতেই ‘দুঃস্থ সেবাসদন’ নামে সেবা কেন্দ্র খোলেন। দীর্ঘদিন এখানে বসেই কাঁথি বাসিকে চিকিৎসা পরিষেবা দিয়েছেন। দিনে-রাতে যে কোন সময়ই স্বাস্থ্যকেন্দ্রে গেলে দেখা পাওয়া যেত মলয়বাবুর। কাঁটা-ছেড়া, ভাঙা-ভাঙি থেকে স্যালাইন-অক্সিজেন, শ্বাসকষ্ট- সব রোগেরই উপশম মিলত। তাঁর প্রয়াণে কাঁথি এক প্রকৃত ‘চিকিৎসাবন্ধু’কে হারাল।
সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ কাঁথি শহরের উদয়ন রোডের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল। তাঁর দুই ছেলে ও দুই মেয়ে এবং স্ত্রী রয়েছেন। এদিন কাঁথির খড়্গচণ্ডী মহাশ্মশানে মলয়বাবুর শেষকৃত্য সম্পন্ন হয়।
প্রয়াত এই চিকিৎসকের আদিবাড়ি কাঁথি-৩ ব্লকের কানাইদিঘি গ্রামে। রাতে মৃত্যুর খবর পাওয়ার পর আত্মীয়-স্বজন, পরিজন অনেকেই কাঁথির বাড়িতে এসেছেন। এমন জনপ্রিয়, গরিব ও সহজলভ্য চিকিৎসকের প্রয়াণে, শোকাহত কাঁথির অগণিত মানুষ। বলা যেতে পারে কাঁথির প্রাথমিক চিকিৎসা জগতে একটি অধ্যায় শেষ হল!