BJP vs TMC: শাহি সভার জন্য জোর করে চাঁদা তোলার অভিযোগ, দোকানে তালা, বিজেপির বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি তৃণমূলের
BJP vs TMC: নন্দীগ্রাম বিধানসভার বয়াল ২ গ্রাম পঞ্চায়েতের বেদমন্দির স্ট্যান্ড এলাকার দোকানদার নব কুমার সামন্ত। তাঁর দাবি গত ২৭ তারিখ দুপুরে বিজেপি নেতা তথা এলাকার পঞ্চায়েতের উপপ্রধান চন্দ্রকান্ত মণ্ডল তাঁর কাছে আসেন। কলকাতা চলো কর্মসূচিক জন্য চাঁদা চান। কিন্তু, তিনি চাঁদা দিতে না চাওয়ায় তাঁর সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়।
নন্দীগ্রাম: যখন কলকাতার বুকে বড় কোনও সভা-সমাবেশের আয়োজন করা তখনই প্রায়শই জেলায় জেলায় জোর করে চাঁদা নেওয়া, জুলুমবাজির অভিযোগ সামনে আসে। বাংলার পূর্বতন শাসক থেকে বর্তমান শাসক, সকলের বিরুদ্ধেই উঠেছে এই অভিযোগ। এদিকে বুধবার ধর্মতলায় ছিল বিজেপির মেগা সভা। তৃণমূলের অভিযোগ, কলকাতা চলো কর্মসূচির জন্য নন্দীগ্রামে দোকানদারদের থেকে জোর করে চাঁদা তুলছিলেন পদ্ম শিবিরের কর্মীরা। চাঁদা না দেওয়ায় দোকানে দেওয়া হয়েছে তালা। পুলিশে জানিয়েও কোনও কাজ হয়নি বলে অভিযোগ। প্রয়োজনে আদলতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঘাসফুল শিবিরের কর্মীরা।
নন্দীগ্রাম বিধানসভার বয়াল ২ গ্রাম পঞ্চায়েতের বেদমন্দির স্ট্যান্ড এলাকার দোকানদার নব কুমার সামন্ত। তাঁর দাবি গত ২৭ তারিখ দুপুরে বিজেপি নেতা তথা এলাকার পঞ্চায়েতের উপপ্রধান চন্দ্রকান্ত মণ্ডল তাঁর কাছে আসেন। কলকাতা চলো কর্মসূচিক জন্য চাঁদা চান। কিন্তু, তিনি চাঁদা দিতে না চাওয়ায় তাঁর সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। এরইমধ্যে চন্দ্রকান্তের লোকজন দোকানে তালা দিয়ে দেয় বলে অভিযোগ। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে দোকান খোলা গেলেও গোডাউনে তালা দিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগ, নন্দীগ্রাম থানার পুলিশকে জানিয়েও কোনও কাজ হয়নি।
যদিও নব কুমার সামন্তের আরও দাবি, তিনি তৃণমূল কংগ্রেসের কর্মী। সেই জন্যই ইচ্ছাকৃতভাবে বিজেপি নেতা তাঁর দোকানে তালা দিয়েছেন। পুলিশকে জানিয়েও কোনও কাজ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে বয়াল ২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চন্দ্রকান্ত মণ্ডলের দাবি ওই দোকানদারের ট্রেড লাইসেন্স ট্যাক্স-সহ নানান কাগজ ঠিকঠাক নেই। বারবার পঞ্চায়েত থেকে বলার পরেও দেখা করেনি। সে কারণেই পঞ্চায়েত থেকে তালা দেওয়া হয়েছে। যদিও আগামীতে এ ঘটনার কোনও সুরাহা না হলে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নন্দীগ্রাম ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ।