Digha: সৈকত সুন্দরী দিঘাকে গুজরাটের কচ্ছের সঙ্গে জুড়লেন মোদীর মন্ত্রী

Digha: বুধবার কেন্দ্রীয় মৎস্য প্রতিমন্ত্রী পুরুষোত্তম রূপালা আসেন পূর্ব মেদিনীপুরের দিঘায়। সেখানে ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করেন তিনি। মৎস্যজীবীদের সঙ্গে বেশ অনেকক্ষণ কথা বলেন তিনি, তাঁদের সমস্যার কথা শোনেন কেন্দ্রীয় মন্ত্রী। কেন্দ্রীয় মৎস্য প্রতিমন্ত্রী পুরুষোত্তম রূপালার এই দিঘা সফর কেন্দ্রীয় সরকারের দেশব্যাপী কর্মসূচিরই একটি অঙ্গ।

Digha: সৈকত সুন্দরী দিঘাকে গুজরাটের কচ্ছের সঙ্গে জুড়লেন মোদীর মন্ত্রী
দিঘার সমুদ্র সৈকতImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 10, 2024 | 5:53 PM

দিঘা: গুজরাটের কচ্ছ উপকূলের সঙ্গে বাংলার সৈকত সুন্দরী দিঘাকে জুড়লেন কেন্দ্রীয় মন্ত্রী। বুধবার কেন্দ্রীয় মৎস্য প্রতিমন্ত্রী পুরুষোত্তম রূপালা আসেন পূর্ব মেদিনীপুরের দিঘায়। সেখানে ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করেন তিনি। মৎস্যজীবীদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। তাঁদের সমস্যার কথা শোনেন কেন্দ্রীয় মন্ত্রী। কেন্দ্রীয় মৎস্য প্রতিমন্ত্রী পুরুষোত্তম রূপালার এই দিঘা সফর কেন্দ্রীয় সরকারের দেশব্যাপী কর্মসূচিরই একটি অঙ্গ। দেশব্যাপী উপকূল জুড়ে সাগর পরিক্রমা কর্মসূচি চলছে। সেই সূত্র ধরেই আজ দিঘায় আসেন কেন্দ্রীয় মন্ত্রী।

মন্ত্রী জানালেন, ‘সাগর পরিক্রমার মূল উদ্দেশ্য হল আমি গুজরাতের কচ্ছ থেকে দিঘা মোহানা পর্যন্ত উপকূল এলাকায় বিভিন্ন মৎস্যজীবীদের সঙ্গে দেখা করার চেষ্টা করছি। তাঁদের সমস্যার কথা শোনার চেষ্টা করেছি।’ পুরুষোত্তম রূপালার বক্তব্য, কেন্দ্রীয় সরকার যে সব প্রকল্পগুলি করছে, সেগুলি মেদিনীপুরের মাটিতে কতটা বাস্তবায়িত হচ্ছে, সেটাই সরেজমিনে খতিয়ে দেখতে এসেছেন তিনি। কেন্দ্রীয় সরকারের কিষান ক্রেডিট কার্ডের সুবিধা বাংলার উপকূলীয় এলাকার মৎস্যজীবীরা কতটা পাচ্ছেন, সেই বিষয়েও খোঁজখবর নেন তিনি। মন্ত্রীর কথায়, ‘কিষান ক্রেডিট কার্ড প্রত্যেক মৎস্যজীবীর অধিকার’।

কেন্দ্রীয় মৎস্য প্রতিমন্ত্রী পুরুষোত্তম রূপালার বক্তব্য,  এই কর্মসূচি থেকে মৎস্যজীবীদের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখার পর, এই তথ্যের ভিত্তিতে পরবর্তী বাজেট ও নীতি নির্ধারণ তৈরি করা হবে। উল্লেখ্য, বছরের যে সময়টা মাছ ধরার সমস্যা থাকে, সেই সময়ে অনেক মৎস্যজীবী কর্মহীনতায় ভোগেন। সেক্ষেত্রে তাঁদের জন্য বিকল্প কর্মসংস্থানের বিষয়টি নিয়েও মন্ত্রীর নজরে আনেন মৎস্যজীবীরা। মন্ত্রী আশ্বস্ত করেন, এই সময়টুকুর জন্য কেন্দ্রীয় সরকার মৎস্যজীবীদের জন্য বিভিন্ন ব্যবস্থা করেছে। এ রাজ্যে কী ব্যবস্থা রয়েছে, তাও তিনি খতিয়ে দেখবেন বলে আশ্বস্ত করেছেন।