Suvendu Adhikari: কমরেডদের বলব, বিজেপিকে ভোট দিন: শুভেন্দু

Suvendu Adhikari: শুভেন্দুর বার্তা, 'সিপিএমের ফাঁদে পা দেবেন না। কমরেডদের বলব, আপনারা বিজেপিকে ভোট দিন। কারণ আপনাদের নেতা সীতারাম ইয়েচুরি পটনায় বসে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে বসে ফিশফ্রাই আর বিরিয়ানি খেয়ে ফেলেছেন।'

Suvendu Adhikari: কমরেডদের বলব, বিজেপিকে ভোট দিন: শুভেন্দু
শুভেন্দু অধিকারীImage Credit source: টিভি নাইন বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Jul 01, 2023 | 5:39 PM

হেঁড়িয়া: পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) তৃণমূলকে পরাস্ত করতে সম্ভাব্য সব দিকগুলিকে কাজে লাগিয়ে নিচ্ছে বিজেপি (Bengal BJP)। বাম ভোটব্যাঙ্ককেও নিজেদের দিকে টানার চেষ্টা চলছে। আজ পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়ায় বিজেপির প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচারে বেরিয়ে আবারও সেই কথাই বলতে শোনা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। বাম মানসিকতা সম্পন্ন মানুষদের প্রতি শুভেন্দুর অনুরোধ, তাঁরা যেন বিজেপিকেই ভোট দেন। সিপিএম নেতৃত্বকে কটাক্ষ করতেও ছাড়লেন না। শুভেন্দুর বার্তা, ‘সিপিএমের ফাঁদে পা দেবেন না। কমরেডদের বলব, আপনারা বিজেপিকে ভোট দিন। কারণ আপনাদের নেতা সীতারাম ইয়েচুরি পটনায় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে বসে ফিশফ্রাই আর বিরিয়ানি খেয়ে ফেলেছেন।’

কিছুদিন আগেই পটনায় বিজেপি বিরোধী দলগুলির বৈঠক হয়েছিল। সেই বৈঠকে ২০২৪ সালের লোকসভা ভোটের রণকৌশল তৈরি হয়েছে। সেখানে রাহুল গান্ধীদের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ছিলেন, তেমনই সীতারাম ইয়েচুরিও ছিলেন। সেই নিয়ে আগেও একবার খোঁচা দিয়েছেন শুভেন্দু। বিরোধী জোটের সমীকরণ যে বেশ জটিল, তা তুলে ধরেছিলেন টুইটে। শুভেন্দুর বক্তব্য ছিল, বাংলায় বাম-কংগ্রেস হল তৃণমূলের বি টিম। দিল্লিতে আবার তৃণমূল ও সিপিএম হল কংগ্রেসের বি টিম। এদিকে আবার কেরলে সিপিএম ও কংগ্রেস উভয় উভয়ের বিরুদ্ধে লড়ছে। আজ হেঁড়িয়ার সভা থেকেও আরও একবার বিরোধী দলনেতা বুঝিয়ে দিলেন, কে কার বি টিম। শুভেন্দুর দাবি, সিপিএমকে ভোট দেওয়া মানে পরোক্ষে তৃণমূলকেই ভোট দেওয়া। কারণ, পশ্চিমবঙ্গে তৃণমূলের বি টিম সিপিএম ও কংগ্রেস।

বিরোধী দলনেতার বক্তব্য, বিজেপিই একমাত্র দল যাদের কোনও সেটিং নেই। উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময়ে বাম ভোট ব্যাঙ্ককে নিজেদের দিকে টানার চেষ্টা করেছে বিজেপি। আর এবার পঞ্চায়েত ভোটের আগেও সেই চেষ্টা আরও একবার দেখা গেল শুভেন্দু অধিকারীর সভায়। যদিও বাম নেতৃত্ব বরাবর দাবি করে আসছে, তাদের লড়াই তৃণমূল ও বিজেপি উভয়ের বিরুদ্ধেই। এমনকী সীতারাম ইয়েচুরিও সেই বার্তা স্পষ্ট করে দিয়েছেন পটনার বৈঠকের পরে।