CPIM Join: ফুলের বাগানে কাস্তের কোপ, রামনগরে সিপিএমে যোগদানের হিড়িক

Purba Medinipur: রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির বিধানসভা এলাকা রামনগরে এই দল বদল নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

CPIM Join: ফুলের বাগানে কাস্তের কোপ, রামনগরে সিপিএমে যোগদানের হিড়িক
সিপিএমের পতাকা তুলে দিচ্ছেন সুজন চক্রবর্তী।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 21, 2023 | 7:20 AM

পূর্ব মেদিনীপুর: ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার অপেক্ষা। জেলায় জেলায় জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রতিটা রাজনৈতিক দল। এরইমধ্যেই এদিক ওদিক দলবদলও শুরু। অভিযোগ, সোমবারই পূর্ব মেদিনীপুরের রামনগরে (Ramnagar) তৃণমূল ও বিজেপি ছেড়ে সিপিএমে যোগ দেয় ৯২০টি পরিবার। ফুলের বাগানে কাস্তের কোপ, তাও আবার মন্ত্রীর বিধানসভা এলাকায়। যা ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। রামনগর- ২ ব্লকের কালিন্দীর থানাবেড় ময়দানের উল্টোদিকের মাঠে সোমবার ছিল বামেদের এক কর্মসূচি। উপস্থিত ছিলেন সুজন চক্রবর্তী, জেলা সম্পাদক নিরঞ্জন সিহি, যুব নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়, দলের জেলা কমিটির সদস্য আশিস প্রামাণিকরা। সেখানেই নতুন সদস্যদের হাতে তুলে দেওয়া হয় সিপিএমের পতাকা। কালিন্দী গ্রামপঞ্চায়েত-সহ তালগাছাড়ি,পদিমা, মৈতনা, গোবরা, হলদিয়া, পালধুই প্রভৃতি এলাকা থেকে তৃণমূলের ৬৬৩টি পরিবারের লোকজন এদিন সিপিএমে যোগ দেন। যদি তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, কতিপয় লোকজন সিপিএমে গিয়েছে। অন্যদিকে বিজেপির দাবি, এমন কোনও ঘটনার খবর তাদের কাছে নেই।

সিপিএমে যোগ দেন শেখ ওয়াহের মহম্মদ, ফারুক আলি, শঙ্কর জানা, যুব তৃণমূল নেতা ইরফান হোসেন, হারাধন মণ্ডল, শেখ সাহাবুদ্দিনরা। দলবদলের কারণ হিসাবে দুর্নীতিকে ঢাল করেন তাঁরা। দলত্যাগীদের বক্তব্য, এলাকার গ্রামপঞ্চায়েতগুলিতে নানাক্ষেত্রে একাধিক দুর্নীতি হয়েছে। আর সেই দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলতে গিয়ে বারবার তাঁদের দলেরই আক্রমণের মুখে পড়তে হয়েছে। তাই তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান।

শুধুমাত্র তৃণমূলের নেতা, কর্মীরাই দলবদল করেছেন এমন নয়, এইসব এলাকার ২৫৭টি পরিবারের বিজেপি কর্মী-সমর্থকরাও সিপিএমে যোগদান করেন সোমবার। এই যোগদান প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “এ রাজ্যের সৈকতশহর দিঘা, শঙ্করপুর, তাজপুর মন্দারমণিতে তৃণমূল তথা অধুনা বিজেপির নেতারা লুট তোলাবাজি চালাচ্ছেন। তৃণমূল নেতাদের বাড়িতে হানা দিচ্ছে ইডি, সিবিআই। তদন্তকারী সংস্থা না পারলে আগামিদিনে রামনগর-সহ কাঁথির মানুষ তৃণমূল নেতাদের বেআইনি সম্পত্তি বাজেয়াপ্ত করবে।”

রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির বিধানসভা এলাকা রামনগরে এই দল বদল নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এ বিষয়ে রামনগর- ২ ব্লক তৃণমূলের সহ সভাপতি তমালতরু মহাপাত্র বলেন, “সিপিএমের তরফে যে সংখ্যাটা বলা হচ্ছে তা একেবারেই সঠিক নয়। কতিপয় তৃণমূল পরিবার সিপিএমে যোগদান করেছে। যারা যোগদান করল, সকলেই পুরনো সিপিএম সমর্থক। গত দু’ একটি নির্বাচনে ওরা তৃণমূলে আসে। ওরা পুরনো দলে ফিরে গিয়েছে। তা নিয়ে আমাদের কোনও মাথাব্যথা নেই।”

অন্যদিকে কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সহসভাপতি অসীম মিশ্র বলেন, “যে দল নিশ্চিহ্ন, তাতে আবার লোক যাবে কেন? আর বিজেপি সবসময় দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে। আমাদের দলের কেউ সিপিএমে গিয়েছেন বলে আমার কাছে কোনও খবর নেই।”