বিস্ফোরণে উড়ে গেল বাড়ির ছাদ, ভেঙে পড়ল একাংশ, অগ্নিদগ্ধ বৃদ্ধা
এলাকাবাসীর অভিযোগ, ওই বাড়িতে বোমা মজুত ছিল, তা ফেটেই বিস্ফোরণ। এদিকে প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে, বাড়িতে অ্যাডবেস্টারের কাজ হচ্ছিল। সেক্ষেত্রে শর্ট সার্কিটের জেরেই আগুন লাগতে পারে। দুটি দিকই খতিয়ে দেখা হচ্ছে।
বর্ধমান: বাড়িতে বিস্ফোরণ, অভিঘাতের জেরে উড়ে গেল ছাদ। বেঙে পড়েছে বাড়ির একাংশ। অগ্নিদগ্ধ বাড়ির বৃদ্ধা। পূর্ব বর্ধমানের ভাতারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। এলাকায় পুলিসের উচ্চ পদস্থ কর্তারা।
বৃহস্পতিবার ভোরে ভাতারের উষাগ্রামের বাসিন্দা বিপত্তারণ কর্মকারের বাড়িতে আচমকা বিস্ফোরণ হয়। বিকট শব্দ শুনতে পেয়ে ছুটে যান প্রতিবেশীরা। তাঁরা দেখেন, বাড়ির ছাদ ভেঙে গিয়েছে, ভেঙে পড়েছে একাংশ। ওই অবস্থাতেই ভিতরে ঢুকে দেখেন বিপত্তারণের বৃদ্ধ না অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে রয়েছেন। তাঁরাই তাঁকে দ্রুত উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান।
মাটির দোতলা বাড়ির অন্য ঘরে ছিলেন বিপত্তারণ, তাঁর স্ত্রী ও দুই সন্তান। তাঁরাও অল্পবিস্তর আহত। এলাকাবাসীর অভিযোগ, ওই বাড়িতে বোমা মজুত ছিল, তা ফেটেই বিস্ফোরণ। এদিকে প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে, বাড়িতে অ্যাডবেস্টারের কাজ হচ্ছিল। সেক্ষেত্রে শর্ট সার্কিটের জেরেই আগুন লাগতে পারে। দুটি দিকই খতিয়ে দেখা হচ্ছে।
এদিন বিস্ফোরণস্থল খতিয়ে দেখেন ডিএসপি (ক্রাইম) শ্বাশতী শ্বেতা সামন্ত, ভাতার থানার ওসি প্রণব বন্দ্যোপাধ্যায়-সহ উচ্চ পদস্থ পুলিস কর্তারা। পুলিস সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, “আমরা ঘটনাস্থলের নমুনা সংগ্রহ করে ফরেন্সিক সায়েন্স অফ ল্যাবরেটরিতে পাঠিয়েছি। রিপোর্ট এলে সঠিক কী হয়েছিল জানা যাবে।”
আরও পড়ুন: বিশ্বভারতীর থেকে ফেরত নেওয়া রাস্তার উদ্বোধনে স্বমহিমায় অনুব্রত, অনশনে বসতে পারেন উপাচার্য
অন্যদিকে, বীরভূমের দুবরাজপুরের পদুমা গ্রাম পঞ্চায়েতের বসহরি গ্রামে বিজেপি কর্মীর নবনির্মিত বাড়িতে বিস্ফোরণের অভিযোগ। গতকাল রাত্রে একটা নাগাদ বিকট শব্দ শুনতে পান এলাকার বাসিন্দারা। এলাকার বাসিন্দা সুভাষ পাল ও তাঁর সাত ভাই একসঙ্গে একটা বড় বাড়ি বানিয়েছেন। তাঁরা এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত। সুভাষ পালের অভিযোগ, বিজেপি করায় তৃণমূলের দুষ্কৃতীরা তাঁর নবনির্মিত বাড়িতে ডিনামাইট ফাটিয়েছে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।