তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত বর্ধমান, নামল RAF

বর্ধমান শহরের নীলপুরের ১২ নং ওয়ার্ডে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তেজনা ছড়ায়। দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করছে।

তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত বর্ধমান, নামল RAF
বর্ধমানে তৃণমূল বিজেপি সংঘর্ষ
Follow Us:
| Updated on: Dec 27, 2020 | 7:29 PM

বর্ধমান: তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বর্ধমানের (Bardhaman) নীলপুর। বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে চলল হামলা। আহত দুপক্ষের ৮ জন। ঘটনাস্থলে র্যাফ, বর্ধমান থানার পুলিস।

বর্ধমান শহরের নীলপুরের ১২ নং ওয়ার্ডে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তেজনা ছড়ায়। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করছে। বিজেপির অভিযোগ, তৃণমূলের দলীয় কর্মীরা তাঁদের পার্টি অফিস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। প্রতিবাদ করলে বিজেপি কর্মীদের উপর লাঠি, রড নিয়ে হামলা করা হয় বলেও অভিযোগ। ৬ জন দলীয় কর্মী আহত হয়েছে বলে দাবি বিজেপি নেতৃত্বের।

পাল্টা বিজেপির বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করেছে তৃনমূল। তাদের পাল্টা দাবি, বিজেপিই তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর করেছে। দুজন কর্মীকে মারধরও করা হয়। বিজেপির যুব নেতা শুভম নিয়োগীর বক্তব্য, “তৃণমূলের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে। আমাদের কর্মীরা নানা এলাকায় শক্তিকেন্দ্র খুলেছেন সংগঠনের প্রসার ঘটাতে। এতে বিচলিত হয়ে বারবার হামলা চালাচ্ছে শাসকদল।”

আরও পড়ুন: বিজেপির দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর, রণক্ষেত্র বারাকপুরে নামল RAF

অন্যদিকে জেলা যুব তৃণমূল সভাপতি রাসবিহারী হালদারের বক্তব্য, “বিজেপির কোনও সংগঠন নেই। ওদের কোনও দলীয় কার্যালয় নেই নীলপুরে। কোথায় কী অফিস আছে, কী ঘটেছে আমরা জানি না। ওদের দলীয় কোন্দলও হতে পারে।” ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা রয়েছে। নেমেছে র্যাফ।