BJP Rally : মমতা ঘুরে যেতেই আসছেন সুকান্ত, রবিবার বিজেপির দু’জোড়া ‘নীতিযাত্রা’ পুরুলিয়ায়

BJP Rally : কয়েকদিন আগেই এসেছিলেন মমতা (Mamata Banerjee)। এবার তিনি ঘুরে যেতেই আসছেন সুকান্ত। তা নিয়েই সরগরম পুরুলিয়ার রাজনৈতিক মহল।

BJP Rally : মমতা ঘুরে যেতেই আসছেন সুকান্ত, রবিবার বিজেপির দু’জোড়া 'নীতিযাত্রা' পুরুলিয়ায়
সুকান্ত মজুমদার
Follow Us:
| Edited By: | Updated on: Feb 19, 2023 | 7:14 AM

পুরুলিয়া : কয়েকদিন আগেই ঘুরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এবার সেখানেই পাল্টা সভার তোড়তোড় শুরু করে দিল বিজেপি (BJP)। পাখির চোখ পঞ্চায়েত ভোট (Panchayat Election)। হাতে বাকি আর মাত্র কটা দিন। আর সে কারণেই এখন থেকেই বাংলার গ্রামে গ্রামে ঘুরছেন শাসকদল থেকে বিরোধী শিবিরের নেতারা। এদিকে ভোটমুখী বাংলায় জোরকদমে চলছে একাধিক সরকারি প্রকল্পের কাজও। ইতিমধ্যেই নতুন গ্রামীণ রাস্তা তৈরি ও মেরামতির জন্য সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে সরকারিভাবে। এরইমধ্যে জেলায় জেলায় করছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করছেন প্রশাসনিক সভা। গত বৃহস্পতিবার গিয়েছিলেন পুরুলিয়ায় (Purulia)। সেখানে করেন সভা। এবার মমতা যেতে না যেতেই সেখানে পাল্টা সভা করতেই কোমর বেঁধে মাঠে নেমে পড়ল পদ্ম শিবির।  

আগামী সোমবার বিকেলে পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডের পথসভায় উপস্থিত থাকবেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এদিন জেলার চারটি প্রান্ত থেকে বিজেপির চারটি মিছিল জেলা সদরে আসবে বলে জানা যাচ্ছে। এই মিছিলেও তিনি হাঁটতে পারেন বলে জানিয়েছেন জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙ্গা। উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে বিজেপি। কিছুদিন আগেই ঝালদায় পদযাত্রা এবং সভা করেন রাজ্য সভাপতি। এবার মুখ্যমন্ত্রীর সফরের পর পরই তড়িঘড়ি আবার পুরুলিয়ায় আসছেন তিনি। রবিবার পুরুলিয়ার ঝালদা, রঘুনাথপুর, হুড়া এবং বলরামপুর থেকে আলাদা আলাদা ভাবে চারটি পদযাত্রা বিজেপির তরফ থেকে শুরু হবে বলে জানিয়েছেন জেলা সভাপতি। এই পদযাত্রাকে নাম নেওয়া হয়েছে “নীতি যাত্রা”। এর মাধ্যমে রাজ্য সরকারের দুর্নীতি নিয়ে প্রচার চালানো হবে বলে জেলা বিজেপি নেতৃত্বের তরফে জানানো হয়েছে। 

এ প্রসঙ্গে পুরুলিয়ার সাংসদ তথা বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, “চরম দুর্নীতি চলছে তৃণমূল সরকারের আমলে। চাকরি থেকে কয়লা সব ক্ষেত্রেই প্রকাশ্যে চলে আসছে দুর্নীতির বিষয়টি। এছাড়াও পুরুলিয়ার গ্রামাঞ্চলে রয়েছে আবাস কেলেঙ্কারি। কারখানাগুলি থেকে দূষণে অতিষ্ট সাধারণ মানুষ। এই সব নিয়েই প্রচারে নামছি আমরা। মানুষের কাছে দুর্নীতির আসল ছবি তুলে ধরতেই আমাদের এই উদ্যেগ।” ছুটির দিনের জেলাজুড়ে বিজেপির এই কর্মসূচি নিয়েই বর্তমানে জোর চর্চা চলছে জেলার রাজনৈতিক মহলে।