River Bridge: সেতুর পিলার ভাসল জলের তোড়ে, ঝাড়খণ্ডের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ২০০৯ সালে বামফ্রন্ট আমলে তৈরি করা হয়েছিল এই সেতুটি। কিন্তু গত ২-৩ বছর ধরেই সেতুটির স্বাস্থ্যের অবস্থা বেশ খারাপ হয়ে পড়ে। যদিও তা নিয়ে কোনও উদ্যোগ প্রশাসনের তরফে নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। গত কয়েক দিনের প্রবল বর্ষণের জেরে জলের তোড় অনেকটাই বেড়েছে সাপই নদীতে। এর জেরেই রবিবার ওই সেতুর একটি পিলার ভেঙে পড়ে।
ঝালদা: প্রবল বর্ষণের জেরে নদীতে বেড়েছে জলস্তর। হু হু করে জল বইছে নদীতে। এই জলের তোড়ে ভেঙে গেল নদীর উপর থাকা সেতুর পিলার। এর জেরে দুর্বল হয়ে পড়ে সেতুটি। সেখান দিয়ে যাতায়াত করলে যে কোনও সময় দুর্ঘটনায় আশঙ্কা থেকে যায়। তাই সতর্কতা হিসাবে সেতু বন্ধ করে দিল প্রশাসন। এর জেরে বাংলা ও ঝাড়খণ্ডের মধ্যে যোগাযোগে ছেদ পড়ল। রবিবার এই ঘটনা ঘটেছে পুরুলিয়া জেলার ঝালদা-গোলা সড়ক পথের উপরে থাকা একটি সেতুতে। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেতুর পিলারগুলি কয়েক বছর ধরেই দুর্বল হয়ে পড়েছিল। কিন্তু তা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন।
পুরুলিয়ার ঝালদা থানার অন্তর্গত ঝালদা-গোলা সড়ক পথের মধ্যে রয়েছে একটি সেতু। সাপই নদীর উপর রয়েছে সেতুটি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ২০০৯ সালে বামফ্রন্ট আমলে তৈরি করা হয়েছিল এই সেতুটি। কিন্তু গত ২-৩ বছর ধরেই সেতুটির স্বাস্থ্যের অবস্থা বেশ খারাপ হয়ে পড়ে। যদিও তা নিয়ে কোনও উদ্যোগ প্রশাসনের তরফে নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। গত কয়েক দিনের প্রবল বর্ষণের জেরে জলের তোড় অনেকটাই বেড়েছে সাপই নদীতে। এর জেরেই রবিবার ওই সেতুর একটি পিলার ভেঙে পড়ে। এর জেরে দুর্বল হয়ে পড়ে সেতুটি। দুর্বল সেতুতে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, সেই সতর্কতা হিসাবেই বন্ধ করে দেওয়া হয় সেতুটি। ঝালদার সঙ্গে ঝাড়খণ্ড ছাড়াও ব্রজপুর, কলমা, ডুমুরডি-সহ বেশ কয়েকটি গ্রামের যোগাযোগের মাধ্যম ছিল সেতুটি। তা বন্ধ হয়ে যাওয়ায় এই জায়গাগুলির মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল।
এ প্রসঙ্গে কলমার তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি উপেদরন্দ্রনাথ মাহাতো জানিয়েছেন, তিনি জেলা পরিষদের সভাধিপতিকে বিষয়টি জানাবেন। শীঘ্রই যাতে এই সমস্যার সমাধান হয়, তার ব্যবস্থা করবেন।