Purulia: গাজনের মেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

Electrocution: রাতেই হুড়া থানার পুলিশ গ্রামবাসীদের সহায়তায় তাঁদের উদ্ধার করে তড়িঘড়ি দেবেন মাহাতো সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে । সেখানে চিকিৎসা চলাকালীন প্রায় ২৭ বছর বয়সী শক্তিপদ মাহাতো নামে এক যুবকের মৃত্যু হয়।

Purulia: গাজনের মেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের
পুরুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Apr 14, 2024 | 2:42 PM

পুরুলিয়া:  গাজন উৎসব চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক যুবকের। ঘটনায় আহত আরও চারজন । শুক্রবার রাতে ঘটনাটি ঘটে পুরুলিয়ার হুড়া থানার জামবাদ গ্রামে । জানা গিয়েছে, গাজন উৎসব উপলক্ষে ভক্তরা স্থানীয় একটি পুকুর থেকে স্নান করে শোভা যাত্রার মাধ্যমে গ্রামের শিব মন্দিরে আসছিলেন। সেই সময়ে তাঁদের হেলোজেন লাইট লাগানো বাঁশের সঙ্গে অসাবধানতায় বিদ্যুতের ট্রান্সফরমারে সঙ্গে লেগে যায়। তাতেই ৫জন আহত হয়। অসাবধানতা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । রাতেই হুড়া থানার পুলিশ গ্রামবাসীদের সহায়তায় তাঁদের উদ্ধার করে তড়িঘড়ি দেবেন মাহাতো সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে । সেখানে চিকিৎসা চলাকালীন প্রায় ২৭ বছর বয়সী শক্তিপদ মাহাতো নামে এক যুবকের মৃত্যু হয়। গুরুতর আহত বাকি চারজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালেই চিকিৎসাধীন ।

রাতেই আহতদের হাসপাতালে দেখতে যান পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো এবং তৃনমূল প্রার্থী শান্তিরাম মাহাতো । খোঁজখবর নেন তাদের অবস্থা সম্পর্কে । পাশে থাকার বার্তা দেন ওই দুই প্রার্থী। কীভাবে এই দুর্ঘটনা, সেটাই খতিয়ে  দেখছেন তদন্তকারীরা।