সৌরভের সুস্থতা কামনায় কালীমন্দিরে যজ্ঞ করলেন ক্রিকেটপ্রেমীরা
শিলিগুড়ির মহাকাল পল্লি এলাকায় কালীমন্দিরে পুজোপাঠ শুরু করেছেন তাঁর অনুগামীরা। সৌরভের আরোগ্য কামনায় যজ্ঞ করেছেন তাঁরা।
শিলিগুড়ি: সৌরভ গঙ্গোপাধ্যায়ের হার্ট অ্যাটাকের খবর শুনে এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল গোটা দেশ। এও সম্ভব! দাদার মতো একজন ফিটনেস কিং-এর এমন অসুস্থতার খবরে উদ্বেগ বেড়েছে সকলেরই। ছটফট করেছেন তাঁর ভক্তরা। একইসঙ্গে নিজেদের সবটুকু ভালবাসা মিশিয়ে দিয়েছেন প্রার্থনায়। একটাই আর্তি, সুস্থ হয়ে উঠুন বাংলার মহারাজ। শনিবারই রায়গঞ্জ শহরের এক শিবমন্দিরে পুজো দিতে দেখা যায় দাদার ভক্তদের। রবিবারও একই ছবি দেখা গেল শিলিগুড়িতে।
স্থানীয় মহাকাল পল্লি এলাকায় কালীমন্দিরে পুজোপাঠ শুরু করেছেন তাঁর অনুগামীরা। সৌরভের আরোগ্য কামনায় যজ্ঞ করেছেন তাঁরা। শিলিগুড়ি ক্রিকেট লাভার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মনোজ ভার্মা-সহ কচিকাঁচার দল সকলেই এদিন দাদার মঙ্গল প্রার্থনায় হাজির হয়েছিল মন্দিরে। সকলের একটাই কামনা, সৌরভ গঙ্গোপাধ্যায় যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে স্বমেজাজে ফেরেন।
আরও পড়ুন: কেউ যেন সৌরভকে মানসিক চাপ না দেন, অশোকের মন্তব্যে জল্পনা
শনিবার বাড়িতেই জিম করছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। হঠাৎই বুকে, পিঠে তাঁর ব্যথা শুরু হয়। শরীরে অস্বস্তি হতে থাকে। কিছুক্ষণের মধ্যেই চোখ মুখ অন্ধকার করে ফেলে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের। সঙ্গে সঙ্গে তাঁকে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তাঁর হার্ট অ্যাটাক হয়েছে। অ্যাঞ্জিওপ্লাস্টি করে বসানো হয় স্টেন্ট। রবিবার অনেকটাই ভাল আছেন তিনি। সকালে ছানা, টোস্ট, চা খেয়েছেন। কথা বলেছেন পরিবারের সঙ্গে। তাঁর কোভিড-১৯ পরীক্ষার রিপোর্টও নেগেটিভ। চিকিৎসকরা তাঁর দ্রুত সুস্থতা নিয়ে আশাবাদী।