Murder: সৎ মাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে

Murder: সৎ মাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের (Murder) অভিযোগ উঠল যুবক ছেলের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় উত্তর দিনাজপুর (North Dinajpur) জেলার ইসলামপুর থানার খবরগাঁও গ্রামে।

Murder: সৎ মাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 12, 2023 | 12:13 AM

ইসলামপুর: সৎ মাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের (Murder) অভিযোগ উঠল যুবক ছেলের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় উত্তর দিনাজপুর (North Dinajpur) জেলার ইসলামপুর থানার খবরগাঁও গ্রামে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও কী কারণে ছেলে তাঁর মাকে খুন করল তা এখনও স্পষ্ট নয়। এই খুনের পিছনে জমি সংক্রান্ত বিবাদ থাকতে পারে বলে স্থানীয়দের অনুমান। আবার অনেকের মতে, খুনের পিছনে রাজনৈতিক কারণও থাকতে পারে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, অভিযুক্ত ছেলের নাম ইশতিয়াক ইস্তিয়া। ইসলামপুর থানার খবরগাঁও গ্রামের বাসিন্দা আমনা খাতুনের (৫০) সৎ ছেলে ছিল ইশতিয়াক। রবিবার রাতে ফাঁকা বাড়িতেই ইশতিয়াক ধারাল অস্ত্র দিয়ে আমনা খাতুনকে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। ঘটনার পর থেকেই সে পলাতক। ইশতিয়াকের বাবা আব্দুল শুকুর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। আমনার দেহটি উদ্ধার করে ময়ানতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং অভিযুক্ত ছেলের খোঁজ শুরু হয়েছে বলে ইসলামপুর থানার পুলিশ জানিয়েছে।

আমনার স্বামী আব্দুল শুকু পুলিশকে জানিয়েছেন, এদিন তাঁরা তিনজনেই এক বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। ছেলে ইশতিয়াকের মোটরবাইকে করে স্ত্রী আমনা খাতুনকে আগে বাড়িতে পাঠিয়ে দেন। কিছুক্ষণ পরে তিনি বাড়ি ফিরে এসে দেখেন, আমনা খাতুন রক্তাক্ত অবস্থায় বাড়িতে পড়ে রয়েছেন। অন্যদিকে, তাঁর ছেলে বাড়িতে নেই। ফলে ইশতিয়াকই তাঁর সৎ মাকে ধারাল অস্ত্র দিয়ে খুন করে পালিয়ে গিয়েছে বলে অভিযোগ আব্দুল শুকুর। যদিও কেন ইশতিয়াক একাজ করবে সে ব্যাপারে স্পষ্ট করে তিনি কিছু বলেননি।

তবে স্থানীয়দের দাবি, পরিবারের সঙ্গে জমি নিয়ে বিবাদ চলছিল ইশতিয়াকের। তার জেরে সে সৎ মাকে খুন করতে পারে। আবার স্থানীয়দের একাংশের দাবি, ইশতিয়াক ও তার বাবা-মা তৃণমূলের দুই গোষ্ঠীর সদস্য। যা নিয়ে তাঁদের মধ্যে বিবাদ ছিল। তার জেরেও এই খুনের ঘটনা ঘটতে পারে। যদিও এব্যাপারে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।