Sonarpur: কোপের পর কোপ, আশঙ্কাজনক BJP কর্মী, ভাল নেই স্ত্রী-পুত্র, ‘ডগ লাভারের’ কীর্তিতে রক্তাক্ত সোনারপুর
Sonarpur: যদিও পুলিশের বক্তব্য কুকুর মারার ঘটনাকে কেন্দ্র করে পুরানো বিবাদের জেরেই এ ঘটনা। শুরুতে এ ঘটনায় সুভাস দেবনাথ ও সুমিত দেবনাথ বলে দু’জনকে আটক করে পুলিশ। তাঁরা আবার সম্পর্কে বাবা ছেলে বলে জানা যাচ্ছে।
সোনারপুর: সোনারপুরের চৌহাটিতে বিজেপি কর্মী ও তার পরিবারের লোকজনের উপর হামলা, ধারালো অস্ত্রের কোপ। ঘটনায় গুরুতর আহত গোবিন্দ অধিকারী নামে এক বিজেপি কর্মী। শেষ লোকসভা ভোটে ১৮৯ নম্বর বুথে তিনি বিজেপির পোলিং এজেন্ট ছিলেন বলে জানা যাচ্ছে। অভিযোগ, তাঁর স্ত্রী নমিতা অধিকারী ও ছেলে গৌরব অধিকারীর উপরেও হামলা চালানো হয় ধারালো অস্ত্র দিয়ে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। সেখানে অবস্থার অবনতি হওয়ায় এসএসকেএমের ট্রমা কেয়ারে স্থানান্তরিত করা হয়েছে।
ঘটনায় ফুঁসছে পদ্ম শিবির। তাঁদের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই গোবিন্দ ও তাঁর পরিবারের উপর হামলা চালিয়েছে। দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিও উঠেছে।
যদিও পুলিশের বক্তব্য কুকুর মারার ঘটনাকে কেন্দ্র করে পুরানো বিবাদের জেরেই এ ঘটনা। শুরুতে এ ঘটনায় সুভাস দেবনাথ ও সুমিত দেবনাথ বলে দু’জনকে আটক করে পুলিশ। তাঁরা আবার সম্পর্কে বাবা ছেলে বলে জানা যাচ্ছে। এরইমধ্যে আবার অর্চন ভট্টাচার্য বলে এক ব্যক্তির নাম উঠে আসছে। পুলিশের দাবি, সেই মূল অভিযুক্ত। বাড়ি সোনারপুুরে। এলাকায় ‘ডগ লাভার’ বলে পরিচিতি রয়েছে। কুকুরের উপর হামলার ঘটনার প্রতিশোধ নিতেই এই হামলা বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ। হামলার সময় যে অস্ত্র ব্যবহৃত হয়েছিল তাও ইতিমধ্যে পুলিশ উদ্ধার করেছে বলে জানা যাচ্ছে।