Bhangar: মধ্যরাতে আইএসএফ নেতার বাড়িতে ‘বোমাবাজি’, ফের উত্তপ্ত ভাঙড়

Bhangar: আইএসএফ নেতৃত্বের দাবি, আবুল ফারাক সক্রিয়ভাবে দলের সংগঠনটা দেখছিলেন। সেকারণেই তাঁর বাড়ি লক্ষ্য করে মঙ্গলবার রাতে বোমাবাজি করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Bhangar:  মধ্যরাতে আইএসএফ নেতার বাড়িতে 'বোমাবাজি', ফের উত্তপ্ত ভাঙড়
ভাঙড়ে বোমাবাজির অভিযোগ
Follow Us:
| Edited By: | Updated on: Jun 07, 2023 | 12:57 PM

দক্ষিণ ২৪ পরগনা: পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও উত্তপ্ত ভাঙড়। মাঝরাতে আইএসএফ-এর অঞ্চল সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ভাঙড়ের ভগবানপুর অঞ্চলের ছয়ানি গ্রামের। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাঙড়ে মঙ্গলবার রাতে বোমাবাজির অভিযোগ ওঠে। আইএসএফ-এর অঞ্চল সভাপতি আবুল ফারাকের বাড়িতে হঠাৎ একদল দুষ্কৃতী বোমা ছোড়ে বলে অভিযোগ ওঠে।

আইএসএফ নেতৃত্বের দাবি, আবুল ফারাক সক্রিয়ভাবে দলের সংগঠনটা দেখছিলেন। সেকারণেই তাঁর বাড়ি লক্ষ্য করে মঙ্গলবার রাতে বোমাবাজি করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাশীপুর থানার পুলিশ। রাতে পুলিশ গিয়ে আবুল ফারাকের বাড়ি ঘিরে রাখে।

কাশীপুর থানার পুলিশ এলাকায় তল্লাশি চালিয়ে বেশ কিছু তাজা বোমাও উদ্ধার করে। তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন নেতৃত্বরা।

আইএসএফ-এর অঞ্চল সভাপতি বলেন, “বাড়িতে সবাই ঘুমাচ্ছিল। আচমকাই বোমা পড়ে। আমার বাড়ির লোক বেরিয়ে দেখে, একটা বোমা আমার বাড়ির উঠোনের সামনে পড়ে। পুলিশ গিয়ে বোমা উদ্ধার করেছে। শাসকদলের কর্মীরাই এসব করছে।”

স্থানীয় তৃণমূল নেতার বক্তব্য, “সওকত মোল্লা পর্যবেক্ষক হওয়ার পর যেভাবে মিটিং করছেন, তাতে মানুষের ঢল দেখে আইএসএফ ভয় পাচ্ছে। ওরা নিজেদের বাড়িতে বোমা রাখছে। আর তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে। যত বোমা উদ্ধার হয়েছে, সব আইএসএফ-এর বাড়ি থেকেই হচ্ছে। আর যে ছেলেটা অভিযোগ করেছে, সে আমার পাশের বাড়িতেই থাকে। বোমা ফাটল আর আমি শুনতে পারলাম না? তা কেমন করে হয়?” পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।