Bhangar: কী অবস্থা দেখুন! একটা বাচ্চা ছেলেও হাত দিয়ে রাস্তার পিচ টেনে তুলে ফেলছে
Bhangar: বস্তুত, দীর্ঘদিন ধরে সোমনাথ কলোনি থেকে মাঝেরহাটের ভেতর দিয়ে খন্নের পোল এলাকা পর্যন্ত পিচ রাস্তা তৈরি হচ্ছে। জেলা পরিষদের পক্ষ থেকে এই রাস্তাটি তৈরি করার জন্য দীর্ঘদিন আগে অনুমতি পেলেও সাধারণ বাসিন্দাদের দাবি রাস্তা তৈরি কাজ চলছিল ভীষণ ধীর গতিতে।
ভাঙড়: নতুন রাস্তা তৈরি হয়েছে। কে বলবে। ছোট ছোট শিশুরা হাত দিয়ে তুলে ফেলছে পিচ। এরপর সেই রাস্তার কাজ বন্ধ করে দিল আইএসএফ সমর্থকরা। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের কাশিপুর থানার সোমনাথ কলোনি এলাকায়।
বস্তুত, দীর্ঘদিন ধরে সোমনাথ কলোনি থেকে মাঝেরহাটের ভেতর দিয়ে খন্নের পোল এলাকা পর্যন্ত পিচ রাস্তা তৈরি হচ্ছে। জেলা পরিষদের পক্ষ থেকে এই রাস্তাটি তৈরি করার জন্য দীর্ঘদিন আগে অনুমতি পেলেও সাধারণ বাসিন্দাদের দাবি রাস্তা তৈরি কাজ চলছিল ভীষণ ধীর গতিতে। এই রাস্তা দিয়েই ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি তাঁর মাঝেরহাটে অবস্থিত গ্রামের বাড়িতে যান। আর সেই রাস্তার কি না এই হাল? এরপরই শনিবার সকালে পথে নামেন আইএসএফ কর্মীরা। তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন।
আইএসএফ-এর এক সমর্থক বলেন, “কনডাক্টরের একজনকে বলেছিলাম দাদা রাস্তা তৈরির শিডিউল দেখান তারপর কাজ চালু করুন। তিনি বলেছেন শওকত মোল্লা দেখেছেন। এখন দেখুন রাস্তার কী অবস্থা। হাত দিয়েই টেনে টেনে তুলে নেওয়া যাচ্ছে পিচ।” অপরদিকে, তৃণমূল নেতা আরাবুল ইসলাম বলেন, “এখনও এই ধরনের কাজ ভাঙড়ে হয়নি। যদি হয়ে থাকে কে করেছে জেনে অবশ্যই ব্যবস্থা নেব।”