Arabul Islam: আরাবুল জামিন চাইলেন না, ১৪ দিনের জেল হেফাজতে ভাঙড়ের ‘তাজা নেতা’
Arabul Islam: এদিন আরাবুল ইসলামের আইনজীবী জামিনের আবেদন জানাননি। এর আগেও ১২ দিন পুলিশ হেফাজতে ছিলেন তিনি। পুলিশ নিজেদের হেফাজতে চাইলে সেই আবেদন খারিজ করে আদালত জেল হেফাজতের নির্দেশ দেয়। এদিন ফের তোলা হয় আদালতে।
দক্ষিণ ২৪ পরগনা: এবারও জেল-মুক্তি হল না তৃণমূলের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের। আবারও ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হল ভাঙড়ের ‘তাজা নেতা’কে। ভাঙড়ে আইএসএফ কর্মী খুন, অস্ত্র আইনে মামলা, সরকারি সম্পত্তি ক্ষতি-সহ একাধিক অভিযোগ রয়েছে ভাঙড়-২ পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলামের বিরুদ্ধে। শুক্রবার তাঁকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়।
তবে এদিন আরাবুল ইসলামের আইনজীবী জামিনের আবেদন জানাননি। এর আগেও ১২ দিন পুলিশ হেফাজতে ছিলেন তিনি। পুলিশ নিজেদের হেফাজতে চাইলে সেই আবেদন খারিজ করে আদালত জেল হেফাজতের নির্দেশ দেয়। এদিন ফের তোলা হয় আদালতে।
গত পঞ্চায়েত ভোটে হিংসার ঘটনায় শিরোনামে থেকেছে ভাঙড়। বোমাবাজি থেকে খুন সন্ত্রাস, লম্বা তালিকা ছিল অভিযোগের। অভিযোগে বারবার উঠে এসেছে আরাবুল ও তাঁর অনুগামীদের নাম। ২০২৩ সালের ১৫ জুন। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় ভাঙড়ে। তৃণমূলের সঙ্গে আইএসএফের সংঘর্ষের ঘটনায় মইনুদ্দিন মোল্লা নামে এক আইএসএফ কর্মী মারা যান। এর তদন্তে নেমে প্রায় ৮ মাস পর কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হন আরাবুল। উত্তর কাশীপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে।