TMC: চতুর্থীর রাতে এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের বোমাবাজি! গুরুতর জখম ৩ মহিলা-সহ আরও ২

Bomb Blast: বাড়ির পাশের দোকানে সামগ্রী কিনতে বেরিয়ে মাথা ফেটেছে এক শিক্ষকেরও।

TMC: চতুর্থীর রাতে এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের বোমাবাজি! গুরুতর জখম ৩ মহিলা-সহ আরও ২
আহত ব্যক্তি, নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Oct 10, 2021 | 12:52 AM

দক্ষিণ ২৪ পরগনা:  এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের (TMC) দুই গোষ্ঠীর মধ্যে বচসার জেরে তুমুল বোমাবাজি (Bomb Blast)। ঘটনাটি উস্তি থানার দেউলা এলাকার। বোমাবাজির জেরে গুরুতর জখম ৫জন। তাঁদের মধ্যে ৩ জন মহিলা রয়েছে। বাড়ির পাশের দোকানে সামগ্রী কিনতে বেরিয়ে মাথা ফেটেছে এক শিক্ষকেরও। আহত সকলকে বাণেশ্বরপুর ব্লক হাসপাতালে ভর্তি করানো হলেও দুজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয়েছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার খবর পেয়ে উস্তি থানা থেকে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়।

স্থানীয়রা জানিয়েছেন, শনিবার রাতে আচমকা অনেকেই চিত্‍কার-চেঁচামেচি শুনতে পান। কিন্তু কী নিয়ে চেঁচামেচি তা বুঝতে পারেননি কেউ। সেইসময়, রাস্তায় বাড়ির পাশের দোকান থেকে কিছু জিনিস কিনতে বেরিয়েছিলেন ফটিক মণ্ডল নামে এক শিক্ষক। কিন্তু, আচমকাই তাঁর মাথায় কিছু একটা এসে লাগে। কিছু বোঝার আগেই মাটিতে পড়ে যান ফটিকবাবু। পরে, হাসপাতালে জ্ঞান ফেরে তাঁর। বোমার আঘাতে তাঁর মাথা ফেটে গিয়েছে। শুধু ফটিকবাবু নন, বোমাবাজির জেরে আক্রান্ত হয়েছেন বেশ কিছুজন। তাঁদের মধ্যে ৩ জন মহিলা।

স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই যুব নেতা ইমরান হাসান ও জয়ন্ত চৌধুরীর বিবাদ দীর্ঘদিনের। সেই বিবাদের জেরে এর আগেও একাধিকবার এলাকায় সংঘর্ষ হয়েছে। তবে এইভাবে বোমাবাজি কখনও হয়নি বলেই জানিয়েছেন বাসিন্দারা।

ঘটনায় মগরাহাটের তৃণমূল বিধায়ক গিয়াসুদ্দিন মোল্লা অবশ্য দাবি করেছেন এরসঙ্গে শাসকদলের কোনও যোগ নেই। তাঁর কথায়, “এই ঘটনায় দুই দুষ্কৃতীরা জড়িয়ে। ঘটনায় তৃণমূলের কেউ যুক্ত নেই। পুলিশ গোটা ঘটনা তদন্ত করছে।” যদিও, বিরোধী আইএসএফ শিবিরের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উস্তি থানার পুলিশ জানিয়েছে, ঘটনায় কাউকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন: Post Poll Violence: সিবিআইয়ের তালিকা থেকে বাদ সুফিয়ান, গ্রেফতার তাঁর জামাই-সহ ১১ তৃণমূল কর্মী