Diamond Harbour: সোনা কিনতে গিয়ে অপহৃত হয়েছিলেন, ৬ ঘণ্টার মধ্যে ২ বন্ধুকে উদ্ধার করল পুলিশ
Diamond Harbour: মহেশতলা আকড়া মোল্লাপাড়া বাসিন্দা দুই বন্ধু ইদ্রিস আলি ও খাইরুল বাসার মণ্ডল। সোমবার সকাল বেলায় বাড়ি থেকে সোনা কিনতে যাওয়ার নাম করে দুই বন্ধু বার হন।রাত আটটা নাগাদ ইদ্রিস আলির বাড়িতে ফোন যায়।
ডায়মন্ড হারবার: সোনা কিনতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন দুই বন্ধু। বেরনোর আধ ঘণ্টার মধ্যেই তাঁদের বাড়িতে আসে অচেনা নম্বর থেকে ফোন। বলা হয়, ‘আপনাদের বাড়ির ছেলে আমাদের কাছে আছেন। লক্ষ টাকা না দিলে প্রাণে মেরে ফেলা হবে।’ পরিবারে আগুপিছু না ভেবে খবর দেন থানায়। আর তাতেই বড় সড় সাফল্য ডায়মন্ড হারবার জেলা পুলিশের। অপহরণ হওয়া ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার দুই বন্ধু। গ্রেফতার তিন।
মহেশতলা আকড়া মোল্লাপাড়া বাসিন্দা দুই বন্ধু ইদ্রিস আলি ও খাইরুল বাসার মণ্ডল। সোমবার সকাল বেলায় বাড়ি থেকে সোনা কিনতে যাওয়ার নাম করে দুই বন্ধু বার হন।রাত আটটা নাগাদ ইদ্রিস আলির বাড়িতে ফোন যায়। পরিবারের দাবি, বলা হয় “আপনার বাড়ির লোক আমাদের কাছে রয়েছে। মুক্তিপণের নামে লক্ষাধিক টাকা চাওয়া হয়। টাকা না দিলে প্রাণে মেরে দেয়া হবে।”
তারপরই বাড়ির লোক আতঙ্কিত হয়ে পড়েন। পরিবারের লোকজন মহেশতলা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। মহেশতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুবিন্দু সরকার ও সঞ্জয় মন্ডলের নেতৃত্বে অভিযান চালায়। খোচরদের কাজে লাগিয়ে দেওয়া হয়। অপহরণ হওয়ার ছ’ঘণ্টার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থেকে দুই বন্ধুকে উদ্ধার করে পুলিশ। তিন অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে। তিন অভিযুক্তকে আজ ৩৬৪,৩৬৪A,৩৬৫ ধারায় মামলা রুজু করে আলিপুর আদালতে পাঠানো হয়।
মহেশতলা থানার এই সাফল্য খুশি পরিবারের লোকজন। এক জন বললেন, “আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমাদের পুলিশে খবর দিতেই বারণ করেছিল। এ তো ভাবাই যায় না।”