জালিয়াতির তদন্তে গিয়ে গ্রামবাসীদের মার খেলেন অফিসাররা

জাল দলিল তৈরি করে সাধারণ মানুষের জমি হাতিয়ে নেওয়ার ঘটনার তদন্তে নেমে গৌড়দহে গিয়েছিল এই অফিসাররা।

জালিয়াতির তদন্তে গিয়ে গ্রামবাসীদের মার খেলেন অফিসাররা
পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ
Follow Us:
| Edited By: | Updated on: Sep 10, 2022 | 10:24 PM

জীবনতলা: জালিয়াতির ঘটনার তদন্ত করতে গিয়ে গ্রামবাসীদের হাতে মার খেল এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসাররা। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার অন্তর্গত গৌড় এলাকায়। অফিসারদের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। তখনই অফিসারদের মারধর করা হয় বলে অভিযোগ। তাঁদের গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে। গ্রামবাসীদের হাতে মার খেয়ে ঘুটিয়ারি শরিফ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন ৬ অফিসার।

জাল দলিল তৈরি করে সাধারণ মানুষের জমি হাতিয়ে নেওয়ার ঘটনার তদন্তে নেমে গৌড়দহে গিয়েছিল এই অফিসাররা। ঘটনায় কয়েকদিন আগেই সুব্রত মণ্ডল নামে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়। সুব্রত মণ্ডল নামের এক ব্যক্তির বিরুদ্ধেই জালিয়াতির অভিযোগ ছিল। শনিবার অফিসাররা গেলে তাঁদের উপর চড়াও হয়ে তাঁদেরকে বেধড়ক মারধর করে গ্রামবাসীরা। ভেঙে দেওয়া হয় পুলিশ গাড়ি। বর্তমানে ঘুটিয়ারি শরিফ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন তারা। এলাকায় ব্যাপক উত্তেজনা। ঘটনাস্থলে জীবনতলা থানার পুলিশ।