Baruipur Fire Update: বারুইপুরে পুড়ে যাওয়া কারখানায় তদন্তে এল ফরেন্সিক দল

Fire Incident: পাঁচঘরার পলিটেকনিক কলেজের কাছেই ছিল এই প্লাস্টিকের বস্তা তৈরির কারখানা। বিধ্বংসী আগুনে পুড়ে কারখানার আর প্রায় কিছুই আস্ত নেই।

Baruipur Fire Update: বারুইপুরে পুড়ে যাওয়া কারখানায় তদন্তে এল ফরেন্সিক দল
Follow Us:
| Edited By: | Updated on: Aug 01, 2023 | 6:33 PM

বারুইপুর: পুড়ে যাওয়া প্লাস্টিক কারখানায় এল ফরেন্সিক বিশেষজ্ঞদের দল। গত শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত আগুন জ্বলতে দেখা গিয়েছিল সেই কারখানায়। এবার সেই অগ্নিকাণ্ডের তদন্তেই কারখানায় পৌঁছলেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। মঙ্গলবার দুপুরে সেখানে পৌঁছন চার সদস্যের একটি দল। কারখানা ঘুরে দেখেন তাঁরা। তাঁদের সাহায্য করে বারুইপুর থানার পুলিশ।

শনিবার রাতে আচমকা আগুন লেগে যায় দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার সুভাষগ্রামের কাছে মল্লিকপুর পঞ্চায়েতের পাঁচঘরার ওই প্লাস্টিক কারখানায়। জানা গিয়েছে, ৬০০ জন শ্রমিক ওই কারখানায় কাজ করেন। পুজোর আগে কারখানা ভস্মীভূত হয়ে যাওয়া ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন শ্রমিকেরা।

পাঁচঘরার পলিটেকনিক কলেজের কাছেই ছিল এই প্লাস্টিকের বস্তা তৈরির কারখানা। বিধ্বংসী আগুনে পুড়ে কারখানার আর প্রায় কিছুই আস্ত নেই। শনিবার রাত থেকে দমকলের ১৫ টি ইঞ্জিন কাজ করলেও আগুন নেভাতে রীতিমতো হিমশিম খেতে হয়। রবিবার সকালেও কয়েকটি জায়গায় আগুন জ্বলতে দেখা যায়। দমকলের আধিকারিকদের অনুমান, যেহেতু প্লাস্টিক অত্যন্ত দাহ্য পদার্থ তাই তা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে অনেক সময় লেগে গিয়েছিল। তবে কীভাবে এই আগুন লাগল, সে বিষয় দমকলের আধিকারিকরা স্পষ্টভাবে কিছু জানাননি। সেটাই খতিয়ে দেখবে ফরেন্সিক দল।