Gosaba: পরীক্ষাকেন্দ্রের বদলে পৌঁছাতে হল হাসপাতালে, বেডে বসেই পরীক্ষা ছাত্রীর
Gosaba: বর্তমানে ওই ছাত্রী কিছুটা সুস্থ হওয়ায় বেডেই পরীক্ষা দিচ্ছে। ওই মাধ্যমিক পরীক্ষার্থী মৌমিতা মণ্ডল গোসাবা আর আর ইনস্টিটিউটের ছাত্রী। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে এই ফেরিঘাটের বেহাল অবস্থা।

সুন্দরবন: পরীক্ষা হলে পৌঁছানোর তাড়াহুড়ো ছিলই। জেটি ঘাটে নৌকায় উঠতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে। তাতে মারাত্মক আহত হয় মাধ্যমিক পরীক্ষার্থী। অবশেষে পরীক্ষা হলের বদলে গন্তব্য হয় হাসপাতাল। কিন্তু সেখানেই মনের জোর। হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দিল ছাত্রী। সুন্দরবনের গোসাবায় ওই ছাত্রী পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর জন্য নৌকায় উঠতে হত। জেটি ঘাটে দুর্ঘটনার কবলে পড়ে। মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিনে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল গোসাবা তিন নম্বর এলাকার ছাত্রী পরীক্ষা সেন্টার মন্মথ নগর হাইস্কুলে যাচ্ছিল।
নদী পারাপারের সময়ে আচমকা খেয়াঘাটে পড়ে গিয়ে গুরুতর আহত হয়ে পড়ে। তড়িঘড়ি ব্লক প্রশাসনের তৎপরতায় ছাত্রীটিকে উদ্ধার করে গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানেই তার চিকিৎসার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালের বেডেই তাকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়।
বর্তমানে ওই ছাত্রী কিছুটা সুস্থ হওয়ায় বেডেই পরীক্ষা দিচ্ছে। ওই মাধ্যমিক পরীক্ষার্থী মৌমিতা মণ্ডল গোসাবা আর আর ইনস্টিটিউটের ছাত্রী। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে এই ফেরিঘাটের বেহাল অবস্থা। সে কারণে প্রায়শই দুর্ঘটনা কবলে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। আজ তেমনি দুর্ঘটনার কবলে পড়ে মাধ্যমিক পরীক্ষার্থী। ক্ষোভ উগরে দেন যাত্রীরা। যোগাযোগ ব্যবস্থা ও পরিকাঠামো ব্যবস্থা নিয়ে আবারও প্রশ্নের মুখে প্রশাসন।





