South 24 pargana Murder: ‘দুবাই যেতে টাকা চাই’ কথা না শোনায় ২ মাসের অন্তঃসত্ত্বাকে নৃশংসভাবে খুন করে পালাল স্বামী

South 24 pargana: পরে বধূর পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তদন্ত।

South 24 pargana Murder: 'দুবাই যেতে টাকা চাই' কথা না শোনায় ২ মাসের অন্তঃসত্ত্বাকে নৃশংসভাবে খুন করে পালাল স্বামী
মৃত নূরখাতুন বিবি (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 04, 2022 | 8:14 PM

দক্ষিণ ২৪ পরগনা: প্রতিবেশীরা আগেই দুঃসংবাদ দিয়েছিল। সেই অনুযায়ী হন্তদন্ত হয়ে মেয়ের শ্বশুরবাড়িতে ছুটে এসে যে এই অবস্থা দেখবেন তা কল্পনাও করেননি পরিবারের সদস্যরা। মেঝেতে পড়ে রয়েছে মেয়ে। গলায় ও শরীরে একাধিক ক্ষত চিহ্ন। আর সময়ও নেই। কারণ হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই শেষ হয়ে গিয়েছে সবকিছু। গৃহবধূকে খুন করে পালিয়ে গিয়েছে গোটা শ্বশুরবাড়ির লোক। পরে বধূর পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তদন্ত।

পুলিশ জানিয়েছে, নিহত মহিলার নাম নূরখাতুন বিবি (২৬)। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার রামনগর থানার হাইল্যান্ড এলাকার। বৃহস্পতিবার বিকেলে প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে বাপের বাড়ির লোকজনেরা শ্বশুর বাড়িতে পৌঁছে দেখেন এমন মর্মান্তিক পরিণতি। ঘরের মেঝেতে তখনও পড়ে রয়েছে বধূর মৃতদেহ। গলায় ও শরীর জুড়ে একাধিক আঘাতের চিহ্ন। ফলত বোঝাই যাচ্ছে শ্বাসরোধ করে তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে।

কিন্তু কেন এমন ঘটনা? পরিবারের দাবি, দুবাইয়ে কাজে যেতে চেয়েছিল মৃতের স্বামী আরিফুল শেখ। তার জন্য স্ত্রীর বাপের বাড়ি থেকে বারবার চাপ দিচ্ছিল টাকা নিয়ে আসার জন্য। কিন্তু তাতে রাজী হয়নি স্ত্রী। আর এরপরই নির্মম এই ঘটনার খেসারত দিতে হল তাকে। পিটিয়ে খুন করা হল অন্তঃসত্ত্বা ওই মহিলাকে। জানা গিয়েছে আরিফুল পেশায় দর্জি। হরিণডাঙার বাসিন্দা নূরখাতুনের সঙ্গে বছর পাঁচেক আগে বিয়ে হয় তাঁর। বর্তমানে দু’মাসের অন্তঃসত্ত্বা ছিলেন নূরখাতুন। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

ঘটনার বিষয়ে মৃতের ভাই বলেন, “ওরা বারে বারে আমার বোনের কাছে টাকা চাইত। এবার জামাই বলে সে দুবাই যাবে কাজে। তার জন্য পঞ্চাশ হাজার টাকা চাই। কিন্তু আমরা সেই টাকা দিতে পারিনি। সেই কারণে ওকে খুন করেছে। আর বোনকে যে মেরে ফেলেছে সেটা ওরা বলেনি। প্রতিবেশীদের কাছ থেকে আমরা খবর পেয়েছি।”

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা