Minor Harassment: ফাঁকা ঘরে পর্দা নামিয়ে কিশোরীকে ধর্ষণ, কাঠগড়ায় পাড়াতুতো কাকা, পালানোর আগে প্রাণে মেরে ফেলারও হুমকি

Canning: দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের ঘটনা। সেখানে এক নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।

Minor Harassment: ফাঁকা ঘরে পর্দা নামিয়ে কিশোরীকে ধর্ষণ, কাঠগড়ায় পাড়াতুতো কাকা, পালানোর আগে প্রাণে মেরে ফেলারও হুমকি
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 08, 2022 | 2:22 PM

ক্যানিং: বাড়ির অদূরে রয়েছে মুদির দোকান। প্রতিদিনের মতো সেই দোকানে গিয়েছিল দম্পতি। বাড়িতে একাই ছিল তাঁদের কিশোরী মেয়েটি। ফাঁকা ঘরের সুযোগ নিয়ে বাড়িতে ঢোকে প্রতিবেশী এক যুবক। অভিযোগ, তারপরই মেয়েটিকে লাগাতার ধর্ষণ করে সে। পরে বিষয়টি জানাজানি হতেই থানায় দায়ের অভিযোগ।

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের ঘটনা। সেখানে এক নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। জানা গিয়েছে, ওই যুবককে নাবালিকা কাকা বলে ডাকত। গোটা ঘটনায় নির্যাতিতা নাবালিকার পরিবারের সদস্যরা ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। সেই অভিযোগের ভিত্তিতে নির্যাতিতাকে তার শারীরিক পরীক্ষার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করছে ক্যানিং থানার পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, ক্যানিং থানা এলাকায় বসবাস করেন এক দম্পতি। বাড়ির অদূরে তাঁদের একটি মুদি দোকান রয়েছে। প্রতিদিনই ওই দম্পতি বাড়িতে দুই মেয়েকে ঘরে রেখে দোকানে যান। অন্যান্য দিনের মতো রবিবার সন্ধ্যায়ও দোকানে গিয়েছিলেন। অভিযোগ, সেই সুযোগে প্রতিবেশী যুবক দম্পতির বাড়িতে ঢোকে।এরপর সুযোগ বুঝে ওই নাবালিকার মুখ চেপে ধরে। এরপর তাকে নিয়ে ঘরের মধ্যে নিয়ে যায়। দরজা বন্ধ করে, পর্দা নামিয়ে ধর্ষণ করে।

এখানেই শেষ নয়, অভিযোগ, পরে ওই নাবালিকাকে অভিযুক্ত শাসিয়ে জানায়, ঘটনার বিষয়ে কাউকে যেন না জানানো হয়। জানাজানি হলে মেয়েটির বাবা-মাকে খুনের হুমকিও দেওয়া হয়। এরপর অভিযুক্ত যুবক পালিয়ে যেতেই নির্যাতিতা নাবালিকা তার মায়ের কাছে গিয়ে ঘটনার সমস্ত কথা জানায়। মুহূর্তে কিশোরীর  বাবা-মা অভিযুক্তের বাড়িতে ঘটনার কথা জিঞ্জাসা করে। তখন অভিযুক্তর পরিবারের সঙ্গে বচসা বাঁধে। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় তাঁদের। এরপর ঘটনার বিষয়ে রবিবার রাত্রিবেলা নির্যাতিতা নাবালিকার বাবা ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। যদিও গ্রেফতার হয়নি অভিযুক্ত।

নির্যাতিতার বাবা বলেন, ‘আমি আর আমার স্ত্রী দোকানে ছিলাম। আমার দশ বছরের মেয়ে তখন কান্নাকাটি করে ছুটে আসে। আমরা জিজ্ঞাসা করতেই বলে আমি আর বোন মোবাইলে গেম খেলছিলাম। পাশের বাড়ির কাকা আসে, এসে জিজ্ঞাসা করে তোর বাবা-মা কোথায়? আমি বলতেই বলার পর মুখ চেপে ধরে ঘরের ভিতর নিয়ে যায়। গিয়ে দরজা-জানলা বন্ধ করে আমাকে ধর্ষণ করেছে। তারপর বলেছে এই কথা বললে তোর বাবা-মাকে মেরে ফেলা হবে। আমরা গোটা বিষয়টি শুনে থানায় কেস করেছি। অভিযুক্তের উপযুক্ত শাস্তি চাইছি।’