Panchayat Elections 2023: গোসাবায় বাম-তৃণমূল সংঘর্ষ, একের পর এক গাড়ি ভাঙচুর

Panchayat Elections 2023: এদিন পাঠানখালি গ্রাম পঞ্চায়েতের তালতলা মোড় এলাকায় এদিন আরএসপি প্রার্থী আনন্দ মণ্ডলের সমর্থনে নির্বাচনী প্রচার করছিলেন বাম সমর্থকেরা। ওই এলাকাতেই আবার এদিন প্রচারে নামে তৃণমূলও।

Panchayat Elections 2023: গোসাবায় বাম-তৃণমূল সংঘর্ষ, একের পর এক গাড়ি ভাঙচুর
ব্যাপক উত্তেজনা গোসাবায়
Follow Us:
| Edited By: | Updated on: Jun 24, 2023 | 7:52 PM

গোসাবা: ৮ জুন ভোটের ঘোষণা করেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। ২০ জুন শেষ হয়েছে মনোনয়ন পর্ব। এদিকে ভোট ঘোষণার পর থেকেই রাজ্যের নানা প্রান্ত থেকে এসেছে লাগাতার অশান্তির খবর। চলেছে গুলি, হয়েছে দেদার বোমাবাজি। বহু জেলায় হিংসার ঘটনায় প্রাণও গিয়েছে একাধিক রাজনৈতিক দলের কর্মীদের। অসমর্থিত সূত্রে খবর, ১৫ দিনে হিংসার ঘটনায় এখনও পর্যন্ত রাজ্যে ৯ জনের মৃত্যু হয়েছে। এবার পঞ্চায়েত নির্বাচনকে (Panchayat Election 2023) কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল গোসাবা থানার পাঠানখালি গ্রাম পঞ্চায়েত এলাকা। ছুটে এল পুলিশ।

সূত্রের খবর, এদিন পাঠানখালি গ্রাম পঞ্চায়েতের তালতলা মোড় এলাকায় আরএসপি প্রার্থী আনন্দ মণ্ডলের সমর্থনে নির্বাচনী প্রচার করছিলেন বাম সমর্থকেরা। এদিকে ওই সময় আবার এলাকায় প্রচারে নেমেছিল তৃণমূলও। সঙ্গে ছিল তাঁদের প্রার্থী অরূপ মণ্ডল। দুই শিবির মুখোমুখি হতেই দুপক্ষের মধ্যে বচসা শুরু। তা গড়ায় হাতাহাতিতে। আরএসপির অভিযোগ, তৃণমূলই তাঁদের উপর প্রথম আক্রমণ করে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

এদিকে এ ঘটনায় দুপক্ষেরই বেশ কয়েকজন গুরুতরভাবে জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। প্রায় ৭টি বাইক ও তিনটি টোটো ভাঙচুর করা হয়েছে বলে খবর। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোসাবা থানার পুলিশ। তারাই দুপক্ষকে ছত্রখান করে। যদিও এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। এলাকার তৃণমূল কর্মী দেবাশিস নস্কর বলছেন, “আমি আমার কাজে তালতলায় গিয়েছিলাম। তখন আমাকে কয়েকজন এসে আমাকে শাবল দিয়ে মারতে থাকে। ওরা সবই বাম আশ্রিত দুষ্কৃতী। আমি তৃণমূল করি বলেই আমাকে মেরেছে।” যদিও এই অভিযোগ উড়িয়েছে আরএসপি। RSP রাজ্য কমিটির সদস্য আদিত্য জোতদার বলেন, “আমরা প্রশাসনের অনুমতি নিয়ে প্রচার করছিলাম। তখন তৃণমূলের গুণ্ডারা আমাদের প্রার্থী-সহ কর্মীদের মারধর করে। আমাদের প্রার্থীর মাথা ফাটিয়ে দিয়েছে। বহু কর্মী আহত।”

GHORER BIOSCOPE COUNTDOWN