Bhangar: ‘অশান্ত’ ভাঙড়কে ‘শান্ত’ করতে নয়া স্ট্র্যাটেজি কলকাতা পুলিশের, মানুষ বলছে, ‘এটাই তো চাই’

Bhangar: এলাকার সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সু-সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যেই এদিনের এই ফুটবল ম্যাচ বলে জানান আইপিএস শুভঙ্কর সিনহা। ভাঙড়, উত্তর কাশিপুর, পোলেরহাট ও চন্দনেশ্বর মোট চারটি থানার ৬৪ টি টিম এই কাপে অংশগ্রহণ করছে।

Bhangar: ‘অশান্ত’ ভাঙড়কে ‘শান্ত’ করতে নয়া স্ট্র্যাটেজি কলকাতা পুলিশের, মানুষ বলছে, ‘এটাই তো চাই’
ভাঙড়ে বড় উদ্যোগ পুলিশের Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 15, 2024 | 8:21 PM

কলকাতা: ভাঙড়ের সাধারণ মানুষের আস্থা অর্জনে কলকাতা পুলিশের হাতিয়ার ফুটবল। ‘খেলা থাকলে দুষ্কৃতি থাকবে না’, প্রাক্তন ফুটবলার রহিম নবীর এই মন্তব্যই যেন পুলিশের ভাবনা প্রকাশ করল এদিন। বৃহস্পতিবার ভাঙড় মহাবিদ্যালয় মাঠে কলকাতা পুলিশের উদ্যোগে ফ্রেন্ডশিপ কাপের সূচনা হয়। ছিলেন অ্যাডিশনাল সিপি আইপিএস শুভঙ্কর সিনহা। পাশাপাশি উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার রহিম নবী, ভাঙড় ডিভিশনের ডিসি আইপিএস সৈকত ঘোষ-সহ ভাঙড় ডিভিশনের চারটি থানার সকল অফিসাররা। 

এলাকার সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সু-সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যেই এদিনের এই ফুটবল ম্যাচ বলে জানান আইপিএস শুভঙ্কর সিনহা। ভাঙড়, উত্তর কাশিপুর, পোলেরহাট ও চন্দনেশ্বর মোট চারটি থানার ৬৪ টি টিম এই কাপে অংশগ্রহণ করছে। প্রায় একমাস ধরে চলবে এই টুর্নামেন্ট। এলাকার সাধারণ মানুষের সঙ্গে সু-সম্পর্কই এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য বলে জানান শুভঙ্করবাবু। আইএসএফ নেতা রাইনুর হক বলেন, পুলিশ ভাল কাজ করছে। ভাঙড়ের মানুষের স্বার্থে আগামীদিন এভাবে কাজ করে গেলে তবেই তাঁরা যথাযথ সম্মান পাবে।

এই ধরনের খেলার আয়োজনে আসতে পেরে বেশ উচ্ছ্বসিত প্রাক্তন ফুটবলার রহিম নবী। হাসিমুখেই বললেন, খেলা থাকলেই তো দুষ্কৃতি থাকবে না। অন্যদিকে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার লোকজনও। অনেকেই বলছেন, এ ধরনের উদ্যোগ আরও নিলে পুলিশের সঙ্গে মানুষের সম্পর্ক আরও নিবিড় হবে। তা সম্ভব হলেই এলাকায় অশান্তি কমবে। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট হোক বা বিধানসভা, বিগত কয়েক বছরে দফায় দফায় তপ্ত হয়েছে ভাঙড়। ভাঙড়কে কেন্দ্রে রেখেই চড়েছে রাজনীতির পারদ। শেষ পঞ্চায়েত ভোটেও ঝরেছে রক্ত। সামনেই আবার লোকসভা ভোট, তাই নতুন করে যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সেদিকে সদা নজর রয়েছে পুলিশের। এদিকে এরইমধ্যে আবার কিছুদিন আগেই কলকাতায় পা রেখেছে কলকাতা পুলিশ। তৈরি হয়েছে নতুন ডিভিশন।