Behala Blast: বেহালায় কাগজ কুড়োতে গিয়ে বিস্ফোরণ, রক্তাক্ত কিশোরী, ভর্তি হাসপাতালে

আবর্জনা স্তূপে কী ছিল, যে তা থেকে বিস্ফোরণ ঘটল, এ নিয়েই আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়।

Behala Blast: বেহালায় কাগজ কুড়োতে গিয়ে বিস্ফোরণ, রক্তাক্ত কিশোরী, ভর্তি হাসপাতালে
বিস্ফোরণ নিয়ে ঘটনাস্থলে বম্ব স্কোয়াড
Follow Us:
| Edited By: | Updated on: Dec 22, 2022 | 6:39 PM

বেহালা: শীতের সকালের জড়তা কাটিয়ে কাজ কর্মে লেগেছেন স্থানীয় বাসিন্দারা। নিস্তব্ধ পাড়া। যানবাহনও চলে কম। ঘড়ির কাটায় তখন ১১টা পেরিয়েছে। এ রমকই সময়ে বেহালার সরশুনার বাসুদেবপুর এলাকার বাসিন্দারা শুনতে পেলেন বিস্ফোরণের শব্দ। তা শুনেই তো সকলে চমকে। গেলেন। হইচই পড়ে গেল পাড়ায়। বাড়ি থেকে যাঁরা বেরোলেন তাঁরা দেখেন, বাচ্চা একটি মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে সেখানে। তার পাশেই আবর্জনাস্তূপ। সেই স্তূপের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে রক্ত। রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। এবং স্থানীয় সরশুনা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। তার পর আসে পুলিশ। খবর যায় বম্ব স্কোয়াডেও। সেই স্কোয়াড এসে পরীক্ষা নিরীক্ষা করে দেখে ঘটনাস্থলে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ একজন কাগজকুড়ানি ময়লা স্তূপ থেকে কাগজ কুড়োচ্ছিলেন। সে সময় আবর্জনা স্তূপে পড়ে থাকা শিশিতে হাত দেন ওই মেয়েটি। তখনই তা ফেটে যায়। এর জেরেই আহত হন তিনি। আবর্জনা স্তূপে কী ছিল, যে তা থেকে বিস্ফোরণ ঘটল, এ নিয়েই আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়। কী থেকে এই ব্লাস্ট তা এখনও জানা যায়নি।

তবে ঘটনার পরএলাকায় মোতায়ন করা হয় সরশুনা থানার পুলিশ। পুলিশ এসে এলাকা ঘিরে নেওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সরিয়ে দেন। এর পর বম্ব স্কোয়াড আসে। স্কোয়াডের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং কী থেকে বিস্ফোরণ তা জানার চেষ্টা করেন। ঘটনা ঘিরে আতঙ্ক রয়েছে ওই এলাকা। আহত মেয়েটি হাসপাতালে চিকিৎসাধীন।