Diamond Harbour Police: বেআইনি নির্মাণ বন্ধ করতে গিয়ে ‘আক্রান্ত’ পুলিশ

Diamond Harbour Police: পুলিশকে হেনস্থার পাশাপাশি সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

Diamond Harbour Police: বেআইনি নির্মাণ বন্ধ করতে গিয়ে 'আক্রান্ত' পুলিশ
ডায়মন্ড হারবার আক্রান্ত পুলিশ
Follow Us:
| Edited By: | Updated on: Dec 22, 2022 | 1:21 PM

ডায়মন্ড হারবার: সরকারি জমিতে বেআইনি নির্মাণ বন্ধ করতে গিয়ে দখলদারদের হাতে আক্রান্ত হল পুলিশ। ঘটনার জেরে বুধবার বিকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার (Diamond Harbour) থানার কুলেশ্বর এলাকায়। খবর পেয়ে এসডিপিওর নেতৃত্বে বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি আয়ত্তে আনে। পুলিশকে হেনস্থার পাশাপাশি সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ডায়মন্ড হারবারের কুলেশ্বর মোড়ে দোস্তিপুর-উস্তি রোডের পাশে সরকারি খাল বন্ধ করে বেআইনি নির্মাণ করছিল এলাকার বাসিন্দা ইনামুল মীর। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার ঘটনাস্থলে পৌঁছে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার পাশাপাশি ৮ জনকে গ্রেফতার করে পুলিশ।

বুধবার পুনরায় নির্মাণকাজ শুরুর খবর পেয়ে কয়েকজন পুলিশ আধিকারিক ও কর্মী ঘটনাস্থলে পৌঁছনোর সঙ্গে বেআইনিভাবে দখলদার ইলামুল মীর ও তার সাগরেদরা পুলিশের উপর চড়াও হয়ে ধাক্কাধাক্কি করার পাশাপাশি হেনস্থা করে বলে অভিযোগ। ধাক্কাধাক্কির ঘটনায় চার জন পুলিশ কর্মী অল্পবিস্তর জখম হন বলে জানা গিয়েছে।

যদিও পরে পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে চার অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতদের জেরা করে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িয়ে রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।