Baruipur Murder: বারুইপুরে চোর সন্দেহে পিটিয়ে ‘খুন’, জখম দুই, গ্রেফতার ১১

West Bengal: ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই ১১ জনকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ।

Baruipur Murder: বারুইপুরে চোর সন্দেহে পিটিয়ে 'খুন', জখম দুই, গ্রেফতার ১১
বিজয় সরকার (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Nov 03, 2022 | 7:34 AM

বারুইপুর: বারুইপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত আরও ২ যুবক। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের পিয়ালি ঘোলাঘাটা এলাকার ঘটনায় শোরগোল। চোর সন্দেহে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এদের তিনজনকেই ইলেকট্রিক পোষ্টে বেঁধে মারধর করা হয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ তাঁদের উদ্ধার করে বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে এক যুবককে মৃত ঘোষণা করেন চিকিত্‍সক। জখম আর ১ যুবকের চিকিৎসা চলছে হাসপাতালে। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই ১১ জনকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম বিজয় সরকার(১৯)।সুব্রত গায়েন ও জীবন নামের আরও দু’জন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। চোর সন্দেহে এদের তিনজনকেই ইলেকট্রিক পোষ্টে বেঁধে মারধর করা হয়েছে বলে অভিযোগ।

জানা গিয়েছে, বুধবার বিজয়, সুব্রত ও জীবন তিনজন পিয়ালী এলাকায় একসঙ্গেই ছিলেন। তখনই চোর সন্দেহ করে তুলে নিয়ে যাওয়া হয় তাঁদের। অভিযোগ, এরপর মাঠের মধ্যে বিদ্যুতের খুঁটিতে বেঁধে চলে বেধড়ক মারধর। দীর্ঘক্ষণ ধরে মারধরের পর খবর যায় বারুইপুর থানার পুলিশের কাছে। পুলিশ জখমদের উদ্ধার করে বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বিজয়কে মৃত বলে ঘোষণা করেন।

পাশাপাশি পুলিশের দাবি, গোপাল সর্দার নামে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে গত সোমবার রাতে চুরি হয়। বাড়ির এসবেষ্টস ভেঙে ঘরে ঢুকে আলমারি ভেঙে চুরি হয়। সেই ঘটনায় এই তিনজন জড়িত ছিল বলে সন্দেহ গোপাল ও স্থানীয় বাসিন্দাদের। সেই সন্দেহের জেরেই এই তিন বন্ধুকে তুলে এনে মারধর করা হয়েছে বলে অনুমান পুলিশের। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা ঘটনায় ইতিমধ্যেই ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ l ধৃতদেরকে বৃহস্পতিবার বারুইপুর আদালতে পাঠানো হবেl