Bhangar: ভোটের ভাঙড়ে বড় ‘চমক’, দিল্লি থেকে দু’দিন আগে হাজির পুলিশ অবজারভার
Bhangar: গত পঞ্চায়েত ভোটে রক্তাক্ত হয়েছিল গণনাকেন্দ্র তথা কাঠালিয়া স্কুল সংলগ্ন এলাকা। প্রথমেই তিনি কাঠালিয়া স্কুলে যান বৃহস্পতিবার। সেখানে এসে পরিকাঠামো খতিয়ে দেখেন। এরপর কাঠালিয়া থেকে বেরিয়ে সোনারপুর বাজারে যান তিনি।
ভাঙড়: ভোটের আগে এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে দিল্লি থেকে ভাঙড়ে গেলেন পুলিশ অবজারভার নীলেশ ভারনি। যাদবপুর ও ডায়মন্ড হারবার লোকসভার পুলিশ অবজারভার তিনি। ভোটের আগে এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে যান তিনি।
গত পঞ্চায়েত ভোটে রক্তাক্ত হয়েছিল গণনাকেন্দ্র তথা কাঠালিয়া স্কুল সংলগ্ন এলাকা। প্রথমেই তিনি কাঠালিয়া স্কুলে যান বৃহস্পতিবার। সেখানে এসে পরিকাঠামো খতিয়ে দেখেন। এরপর কাঠালিয়া থেকে বেরিয়ে সোনারপুর বাজারে যান তিনি।
সেখানে এসে স্থানীয় মানুষজন ও রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে কথা বলেন। এলাকার পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি তিনি উত্তর কাশীপুর থানায় যান। সেখানে এলাকার পরিস্থিতি নিয়ে ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষ ও থানার ওসি অমিতকুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রশাসনিক পরিস্থিতি নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন।
প্রসঙ্গত, ভোটের আবহে বিবিধ ঘটনা ঘটে চলেছে ভাঙড়ে। ভোটের দু’দিন আগেই ভাঙড়ের চকমরিচা থেকে উদ্ধার হয় বোমা। বুধবার রাতে উত্তর কাশীপুর থানা এলাকার এই ঘটনা। বৃহস্পতিবার ছয়ানি এলাকা থেকে পোলেরহাট থানার পুলিশ ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা ইব্রাহিম মোল্লা ওরফে বাপিকে গ্রেফতার করে। খুনের পরিকল্পনার অভিযোগে গ্রেফতার হন তিনি। অন্যদিকে ভাঙড়ে তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে হামলারও অভিযোগ ওঠে এসএফআইয়ের বিরুদ্ধে। চালতাবেড়িয়া অঞ্চলের কোচপুকুর এলাকায় ঘটনাটি ঘটে।