Baruipur: রাতে ছাত্রের দেহ পৌঁছতেই তুমুল উত্তেজনা আশ্রমচত্বরে, অগ্নিগর্ভ এলাকা
এদিন রাতে মৃত কিশোরের দেহ এসে পৌঁছয় ওই আশ্রম চত্বরে। তাতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন জনতা। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনীর পাশাপাশি ক্যানিং থানার পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।
বারুইপুর: একদিন বাদেই ভোট। সেই ভোটের আগে আবারও বৃহস্পতিবার রাতে তুমুল উত্তেজনা ছড়াল বারুইপুরের উত্তরভাগে। চুরির অপবাদে এক কিশোরকে পেটানো ও পরে মৃত্যুর অভিযোগ ঘিরে সকাল থেকেই এলাকা অগ্নিগর্ভ ছিল। সেই উত্তেজনার আঁচে তপ্ত হয় রাতও। কিশোর সর্দার নামে সপ্তম শ্রেণির ওই যুবক মামার বাড়ি বেড়াতে এসেছিল। মামার বাড়ির পাশে একটি আশ্রম রয়েছে। অভিযোগ, সেখান থেকেই তাঁকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পবিত্রকে বাঁচানো যায়নি। এই ঘটনায় রাতে কয়েকশো মানুষ উত্তরভাগের দমদমা এলাকায় ওই আশ্রমের দরজা ভেঙে ভিতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ।
এদিকে এদিন রাতে মৃত কিশোরের দেহ এসে পৌঁছয় ওই আশ্রম চত্বরে। তাতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন জনতা। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনীর পাশাপাশি ক্যানিং থানার পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। গ্রামবাসীদের দাবি অবিলম্বে অভিযুক্তকে ধরতে হবে। আশ্রম কর্তৃপক্ষের কোনও মন্তব্য এখনও পাওয়া যায়নি।