Saokat Molla toNawsad Siddique: নওশাদকে ঝাঁটা মেরে বের করার পরামর্শ মহিলাদের দিলেনও শওকত
Saokat Molla toNawsad Siddique: প্রসঙ্গত এই প্রথম নয়, এর আগেও একাধিকবার শওকত মোল্লাকে অশ্রাব্য ভাষায় আক্রমণ করতে শোনা গিয়েছিল নওশাদ সিদ্দিকিকে। আসন্ন লোকসভা ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে নওশাদ প্রার্থী হওয়ার ইচ্ছাপ্রকাশ করতেই কার্যত তেঁতে ওঠে এ রাজ্যের শাসকদল।
ভাঙড়: আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে অশ্রাব্য ভাষায় আক্রমণ তৃণমূল বিধায়ক শওকত মোল্লার। একটি বস্ত্র বিতরণি অনুষ্ঠানকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। অনুষ্ঠান থেকে এলাকার মহিলাদের শওকতের পরামর্শ, “নওশাদকে দেখলেই ঝাঁটা দিয়ে বের করে দিন।”
প্রসঙ্গত এই প্রথম নয়, এর আগেও একাধিকবার শওকত মোল্লাকে অশ্রাব্য ভাষায় আক্রমণ করতে শোনা গিয়েছিল নওশাদ সিদ্দিকিকে। আসন্ন লোকসভা ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে নওশাদ প্রার্থী হওয়ার ইচ্ছাপ্রকাশ করতেই কার্যত তেঁতে ওঠে এ রাজ্যের শাসকদল। এরপর থেকে বিভিন্ন কর্মসূচিতে কার্যত আইএসএফ বিধায়ককে আক্রমণ করেন শওকত। এর আগেও তাঁকে ঝাঁটা মারার নিদান দিয়েছিলেন তিনি।
রবিবার ভাঙড় ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বড়ালীতে। যেখানে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড় বিধানসভার পর্যবেক্ষক শওকত মোল্লা। অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে কড়া ভাষায় আক্রমণ করে শওকত মোল্লা। এলাকার মহিলাদের উদ্দেশ্য করে তিনি বলেন, “মা বোনেদের বলব ঝাঁটা ধুয়ে রেডি করে রাখুন। যখনই এখানে ঢুকবে তখনই ঝাঁটা দিয়ে এখান থেকে বের করতে হবে। ওর মুখ মুখোশ মানুষের সামনে নিয়ে আসতে হবে। একটা অপদার্থ।”