South 24 Parganas: শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ, ধৃত ৩
South 24 Parganas: পরিবারের লোকজন ভাবেন মহিলাকে ভূতে ধরেছে। তখন গুণিন বাবলুকে ফোন করে ডাকা হয় ওই বাড়িতে। অভিযোগ, মহিলাকে ঝাড়ফুঁক করার নামে শ্লীলতাহানি করেন বাবলু।
দক্ষিণ ২৪ পরগনা: আরজিকর কাণ্ডের আবহে এবার শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে। নিহত ৬২ বছরের বাবলু পাহাড়ি স্থানীয় মন্দির বাজারের বাসিন্দা। এই ঘটনায় ২-মহিলা সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার সূত্রপাত বুধবার বেলায়। মথুরাপুরের উত্তর লক্ষ্মীনারায়ণপুর এলাকার বছর ২৭ এক মহিলা অসুস্থ হয়ে পড়েন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিবারের লোকজন ভাবেন মহিলাকে ভূতে ধরেছে। তখন গুণিন বাবলুকে ফোন করে ডাকা হয় ওই বাড়িতে। অভিযোগ, মহিলাকে ঝাড়ফুঁক করার নামে শ্লীলতাহানি করেন বাবলু। মহিলার পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে বাবলুকে পেটাতে থাকেন। পিটুনির জেরে অসুস্থ হয়ে পড়েন ওই গুণিন।
খবর পেয়ে গ্রামে পুলিশ যায়। বাবলুকে উদ্ধার করে মথুরাপুর হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। নিহত গুণিনের পরিবারের অভিযোগের ভিত্তিতে ৩ জনকে গ্রেফতার করেছে মথুরাপুর থানার পুলিশ।