নির্বাচনের আগেই রাজ্যে ফের অস্ত্র কারখানার হদিশ

প্রাথমিক তদন্তে পর পুলিশ জানতে পারে, বেশ কয়েকবছর ধরেই গ্রামের মধ্যে এই ব্যবসা চালাচ্ছিল সে।

নির্বাচনের আগেই রাজ্যে ফের অস্ত্র কারখানার হদিশ
উদ্ধার অস্ত্র
Follow Us:
| Updated on: Feb 21, 2021 | 12:20 PM

দক্ষিণ ২৪ পরগনা: নির্বাচনের বাদ্যি বাজার অপেক্ষা। তার আগে রাজ্যে অস্ত্র কারখানার হদিশ। পুলিশের জালে অস্ত্র কারখানার মালিক।

গোপন সূত্রে খবর পেয়ে, এবার জয়নগরের বকুলতলা থানার পুলিশ ও বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের গোয়েন্দারা হানা দিয়ে গ্রেফতার করে এক অস্ত্র কারখানার মালিককে। উদ্ধার করা হয়েছে ১০টি ওয়ান সাটার পাইপ গান, ২ পিস পাইপ গানের নলা-সহ অস্ত্র তৈরির নানান সরঞ্জাম।

শনিবার গভীর রাচে বকুলতলা থানার ওসি অভিজিৎ পাল পুলিশ ও বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের ওসি লক্ষ্মীকান্ত বিশ্বাস যৌথ ভাবে এই অভিযান চালান। বকুলতলা থানা এলাকার ৫ নম্বর মনিরতট এলাকায় খয়রুল শেখের বাড়িতে তল্লাশি চালায়। প্রাথমিক তদন্তে পর পুলিশ জানতে পারে, বেশ কয়েকবছর ধরেই গ্রামের মধ্যে এই ব্যবসা চালাচ্ছিল সে।

আরও পড়ুন: ‘কৈলাশ ঘনিষ্ঠ রাকেশ সিং-কে যেন অ্যারেস্ট করা হয়’, বিস্ফোরক পামেলা

এখান থেকে অস্ত্র কোথায় কোথায় গিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। উদ্ধার হওয়া অস্ত্র কোথায় বিক্রির উদ্দেশ্যে তৈরি করা হচ্ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।