South 24 Parganas Murder: পাশে পড়ে মদের বোতল-গ্লাস, মাঠ থেকে উদ্ধার দেহ
South 24 Parganas Murder: পারিবারিক অশান্তির জেরে খুন না আত্মহত্যা, দেহ ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। তবে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে।
দক্ষিণ ২৪ পরগনা: বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ফাঁকা মাঠে এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে। মঙ্গলবার সকালে শ্যামপুর এলাকার একটি মাঠ থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত সুরেশচন্দ্র গায়েন (৪১)। স্থানীয় সূত্রে খবর, পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে মদের বোতল, জুতো ও গ্লাস উদ্ধার করেছেন তদন্তকারীরা। মৃত্যুর কারণ নিয়ে ধন্দে এলাকার বাসিন্দারা। পারিবারিক অশান্তির জেরে খুন না আত্মহত্যা, দেহ ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। তবে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, কুলপির দক্ষিণ গাজীপুর গ্রাম পঞ্চায়েতের শ্যামপুরের বাসিন্দা সুরেশচন্দ্র গায়েন পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে কলকাতায় থাকতেন। তাঁর দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। বেশ কিছুদিন ধরে স্ত্রীর সঙ্গে তাঁর বনিবনা চলছিল না। দম্পতির মধ্যে চরম অশান্তি চলছিল বলে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে জানতে পেরেছে পুলিশ। সোমবার রাতেই কলকাতা থেকে তিনি বাড়ি ফেরেন।
পরিবারের সদস্যরা সন্ধ্যার পর থেকে তাঁর খোঁজ শুরু করেন। তিনি খোঁজ না মেলায় সকালেই থানায় যাওয়ার ভাবনা চিন্তা করেছিলেন তাঁরা। মঙ্গলবার সকালেই বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ফাঁকা মাঠে সুরেশের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এই মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন।