Bharat Jodo Yatra : সাগর থেকে ‘ভারত জোড়ো’ যাত্রা শুরু অধীরের, অংশ নিল না বাম
Congress: ২৩ জানুয়ারী পর্যন্ত এই পদযাত্রা রাজ্যের ১০টি জেলাকে পরিক্রমা করবে। ইতিমধ্যেই বিজেপি বিরোধী সকলকেই যাত্রায় সামিল হতে আহ্বান জানিয়েছেন কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী ।
সাগর: রাহুল গান্ধীর নেতৃত্বে কাশ্মীর থেকে কন্যাকমারী পর্যন্ত চলছে ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra)। আন্দোলনের অংশ হিসেবে এ রাজ্যেও বুধবার থেকে শুরু হয়েছে পদযাত্রা। বাংলায় যার নাম দেওয়া হয়েছে ‘সাগর থেকে পাহাড়’। দক্ষিণের সাগর থেকে শুরু করে উত্তরের কার্শিয়াং পর্যন্ত চলবে এই পদযাত্রা। ২৩ জানুয়ারী পর্যন্ত এই পদযাত্রা রাজ্যের ১০টি জেলাকে পরিক্রমা করবে। ইতিমধ্যেই বিজেপি বিরোধী সকলকেই যাত্রায় সামিল হতে আহ্বান জানিয়েছেন কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী ।
আজ সকালে সাগরের কপিলমুনি মন্দির চত্ত্বর থেকে এই পদযাত্রার সূচনা করেন অধীর চৌধুরী। উপস্থিত ছিলেন সাংসদ প্রদীপ ভট্টাচার্য, আব্দুল মান্নান সহ প্রদেশ নেতৃত্ব। বিজেপির বিভাজনের রাজনীতি, কর্মসংস্থানের দাবি ও এ রাজ্যে একাধিক দুর্নীতির বিরুদ্ধে এই পদযাত্রা। যাত্রাপথে তুলে ধরা হবে ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে। বাংলায় ভারত জোড়ো যাত্রার সূচনা করে অধীর চৌধুরী বলেন, “আজ কংগ্রেসের ১৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। দেশ জুড়ে কংগ্রেসের আবেগ, কৃষ্টি ও ধর্মনিরপেক্ষতার আদর্শকে সামনে রেখে শুরু হয়েছে ভারত জোড়ো যাত্রা। আমরা বাংলায় প্রদেশ কংগ্রেসের তরফে শুরু করলাম ‘সাগর থেকে পাহাড়’।”
শেষ মুহুর্তে সাগরের সমুদ্র সৈকত থেকে কলসে করে জল সংগ্রহ করেন কংগ্রেসের নেতাকর্মীরা। এরপরে গঙ্গাসাগর কপিলমুনি মন্দিরের পূজো দেন তাঁরা। এক কংগ্রেস কর্মী জানান, “রাহুল গান্ধীকে দেখেই আমরা শক্তি পাচ্ছি। সোনিয়া গান্ধী যদি পারেন আমরা কেন পারব না।”
তবে এদিনের যাত্রায় উপস্থিত ছিলেন না কংগ্রেসের নির্বাচনী জোটসঙ্গী বাম। আজ সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি ওরা এই যাত্রায় অংশগ্রহণের জন্য আমাদের চিঠি পাঠিয়েছে। তবে বলতে পারব না আদৌ পাঠিয়েছে কি না। তবে আমরা মিটিংয়ে আলোচনা করে ঠিক করব অংশগ্রহণ করব কি না। কারণ অনেকদিন ধরেই চলবে। আর চিঠি দিলেও কালকে দিয়েছে। একদিন আগে বললে কিছু হয়না। মিটিং-এ কী সিদ্ধান্ত নেওয়া হবে তা পরে জানিয়ে দেব।”
প্রসঙ্গত, ভারত জোড়ো যাত্রায় যোগ দিতে সিপিএম-কে পাশে চেয়েছে কংগ্রেস। এই যাত্রায় সমন্বয়ের দায়িত্বে থাকা সাংসদ প্রদীপ ভট্টাচার্য প্রবীণ সিপিএম নেতা বিমান বসুর সঙ্গে কথা বলে আনুষ্ঠানিক ভাবেও তাঁদের আমন্ত্রণ জানিয়েছেন বলেও জানা গিয়েছে। এই বিষয়ে প্রদীপ ভট্টাচার্য জানান যে, মাসখানেক ধরে অনেকগুলি জেলা নিয়ে এই যাত্রা চলবে। তাই বিমান বসুকে জানানো হয়েছে। কোথাও তাঁরা যদি যোগ দিতে পারেন তাহলে গুরুত্বপূর্ণ বার্তা যাবে রাজ্যের রাজনীতিতে।