Student Died in Road Accident: বাবার সঙ্গে স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিল, লরির চাকায় জড়িয়ে গেল ছাত্রীর শরীর

Student Died in Road Accident: স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে পড়েন। ঘাতক লরিটিতে ভাঙচুর চালায় ক্ষিপ্ত জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘাতক লরির চালক ও খালাসিকে গ্রেফতার করেছে পুলিশ।

Student Died in Road Accident: বাবার সঙ্গে স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিল, লরির চাকায় জড়িয়ে গেল ছাত্রীর শরীর
বিষ্ণুপুরে দুর্ঘটনায় ছাত্রীর মৃত্যুImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 01, 2023 | 10:26 AM

দক্ষিণ ২৪ পরগনা: বাবার সঙ্গে পরীক্ষা দিতে স্কুল যাচ্ছিল ছাত্রী। পথে মর্মান্তিক ঘটনা। বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল ছাত্রীর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের গোতলাহাট সেবা নগর কৃষ্ণপুরে। এলাকায় উত্তেজনা। ভাঙচুর করা হয়েছে ঘাতক গাড়িটিকে। চালক আর খালাসিকে গ্রেফতার করেছে পুলিশ। মৃত ছাত্রীর নাম কৌশিকী বাগ। কৌশিকী চতুর্থ শ্রেণির ছাত্রী।

কৌশিকী যোগেশ্বরী ইন্সস্টিটিউট অ্যাকাডেমির চতুর্থ শ্রেণির ছাত্রী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৌশিকী মঙ্গলবার সকালে তাঁর বাবার সঙ্গে সাইকেলে স্কুলে যাচ্ছিল। পিছন দিক থেকে একটি লরি গিয়ে সাইকেলে ধাক্কা মারে। সাইকেলের পিছন থেকে ছিটকে পড়ে যায় কৌশিকী।

বেপরোয়া লরির পিছনের চাকা কৌশিকীর পেটের ওপর দিয়ে চলে যায়। পিষ্ট হয়ে যায় তার শরীর। স্থানীয় বাসিন্দারাই তাকে উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে পড়েন। ঘাতক লরিটিতে ভাঙচুর চালায় ক্ষিপ্ত জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘাতক লরির চালক ও খালাসিকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যে এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে, সেখানে যান নিয়ন্ত্রণের কোনও ব্যবস্থা নেই। ফলে দুরন্ত গতিতে পণ্যবাহী লরি, গাড়ি চলতে থাকে। এ বিষয়ে একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হলেও সমস্যার কোনও সমাধান হয়নি। এক প্রত্যক্ষদর্শীর কথায়, “সাইকেল রাস্তার ধার দিয়েই যাচ্ছিল। লরির গতিবেগ এতটাই বেশি ছিল যে সাইকেল সামনে থাকায় আর নিয়ন্ত্রণ রাখতে পারেনি। চোখের সামনেই দুর্ঘটনাটি ঘটে যায়।”