Maheshtala: ২ ঘণ্টার মধ্যেই কাজ শেষ, মহেশতলায় সকালবেলাই ১ লক্ষ নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালাল চোর
Maheshtala: বাড়ির কর্তা ইন্দ্রজিৎ দে-র বক্তব্য অনুয়ায়ী, মঙ্গলবার সকালবেলা তাঁর স্ত্রীর অপারেশন থাকায় জন্য স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন। সকাল এগারোটা নাগাদ বেরিয়ে দুপুরএকটার মধ্যেই বাড়ি ফিরে আসেন তিনি। ঘরে ঢোকার আগেই পিলে চমকে যাওয়ার জোগাড়।
মহেশতলা: ফের চুরি মহেশতলায়। সোমবারই একটি বাড়ির আলমারি ভেঙে প্রায় ২৪ লক্ষ টাকা নিয়ে পালায় চোর। এরপর ফের চুরি সেখানে। কার্যত দিনের বেলায় এক লক্ষ নগদ টাকা ও প্রচুর পরিমাণে সোনার গহনা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। এবারের ঘটনাস্থল মহেশতলা থানার অন্তর্গত নুঙ্গি সুভাষপল্লীর বাটানগর এলাকায়।
বাড়ির কর্তা ইন্দ্রজিৎ দে-র বক্তব্য অনুয়ায়ী, মঙ্গলবার সকালবেলা তাঁর স্ত্রীর অপারেশন থাকায় জন্য স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন। সকাল এগারোটা নাগাদ বেরিয়ে দুপুরএকটার মধ্যেই বাড়ি ফিরে আসেন তিনি। ঘরে ঢোকার আগেই পিলে চমকে যাওয়ার জোগাড়। দেখেন বাড়ির দরজার কলাপসিক্যাল গেট তালা খোলা অবস্থায় রয়েছে। এরপর ঘরের ভিতরে ঢুকে দেখেন দুটি আলমারি ভাঙা অবস্থায় রয়েছে। লকারও ভাঙা। আর সেখান থেকেই উধাও নগদ এক লক্ষ টাকা। সাত থেকে আট লক্ষ টাকার সোনার গহনা।
পরিবারের তরফ থেকে মহেশতলা থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। মহেশতলা থানার পুলিশ ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ চেক করে অভিযুক্তকে ধরার কাজ চালাচ্ছে। ইন্দ্রজিৎবাবু বলেন, “এটা তো অসম্ভব ব্যাপার। সকাল বেলা এমন চুরি কীভাবে হল বুঝতে পারছি না। আমাদের বাড়িগুলো সব পাশাপাশি। তারপরও এমন চুরি হয়ে গেল। নগদ টাকা তো নিয়ে গিয়েছে। তারপর যেটুকু সোনার গয়না ছিল সব নিয়ে গিয়েছে।”