Sahajahan Sheikh: আদালতের তত্ত্বাবধানে আছেন শাহজাহান: স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়

Sandeshkhali: শেখ শাহজাহান কোথায়, তা এখনও জানতে পারা যাচ্ছে না। এসবের মধ্যেই নেতা-মন্ত্রীদের গলা থেকেও বিভিন্ন মন্তব্য শোনা যাচ্ছে। অখিল বলছেন, শাহজাহান হয়ত চিকিৎসার জন্য বাংলার বাইরে গিয়েছেন। শুভেন্দু আবার বলছেন, গর্তে ঢুকে রয়েছেন শাহজাহান। এবার শেখ শাহজাহান প্রসঙ্গে মুখ খুললেন বিধানসভার স্পিকার তথা বারুইপুরের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি মনে করছেন, আদালতের তত্ত্বাবধানেই রয়েছেন শাহজাহান।

Sahajahan Sheikh: আদালতের তত্ত্বাবধানে আছেন শাহজাহান: স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়
শেখ শাহজাহান প্রসঙ্গে কী বললেন বিমান বন্দ্যোপাধ্যায়Image Credit source: TV9 Bangla and Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Jan 30, 2024 | 5:06 PM

বারুইপুর: শেখ শাহজাহান কোথায়? সন্দেশখালিতে তল্লাশি অভিযানে গিয়ে ইডির উপর হামলার ঘটনার পর থেকে সবার মুখে মুখে একটাই প্রশ্ন। ইডি লুক আউট নোটিস জারি করেছে। পুলিশও তাঁর খোঁজ চালাচ্ছে। কিন্তু শেখ শাহজাহান কোথায়, তা এখনও জানতে পারা যাচ্ছে না। এসবের মধ্যেই নেতা-মন্ত্রীদের গলা থেকেও বিভিন্ন মন্তব্য শোনা যাচ্ছে। অখিল বলছেন, শাহজাহান হয়ত চিকিৎসার জন্য বাংলার বাইরে গিয়েছেন। শুভেন্দু আবার বলছেন, গর্তে ঢুকে রয়েছেন শাহজাহান। এবার শেখ শাহজাহান প্রসঙ্গে মুখ খুললেন বিধানসভার স্পিকার তথা বারুইপুরের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি মনে করছেন, আদালতের তত্ত্বাবধানেই রয়েছেন শাহজাহান।

উল্লেখ্য, সোমবারই বিশেষ ইডি আদালতে আগাম জামিনের আর্জি জানিয়েছেন শেখ শাহজাহান। সেক্ষেত্রে আদালত সূত্রে খবর, আগাম জামিনের জন্য যিনি আবেদন করছেন, তাঁর সই দরকার হয়। তাহলে শাহজাহানের সই যদি পাওয়া যায়, তাহলে শাহাজাহান কেন ‘বেপাত্তা’? সেই নিয়েও প্রশ্ন উঠছিল বিভিন্ন মহলে। এসবের মধ্যেই এবার বিমান বন্দ্যোপাধ্যায়ের যুক্তি, ‘শাহজাহান শেখ কি আদালতে যেতে পারেন না? আমি তো মনে করি, আদালতের তত্ত্বাবধানে আছেন। যখন কোনও ব্যক্তি আদালতে আবেদন করেন আগাম জামিনের জন্য, তার মানে তিনি এখন আদালতের তত্ত্বাবধানে আছেন।’

স্পিকারের বক্তব্য, ‘আদালতের দ্বারস্থ হওয়ার অধিকার প্রত্যেকের রয়েছে। শাহজাহান শেখ তো আবেদন করতেই পারেন। এতে অন্যায় কী আছে! শাহজাহান শেখের বিরুদ্ধে একটা মামলা হয়েছে। তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন আগাম জামিনের জন্য। এতে ভুল কী আছে?’

তবে আদালতে নিজে হাজির না থেকে, কেন আইনজীবী মারফত আবেদন করা হচ্ছে? তাহলে কি শাহজাহান গ্রেফতারির আশঙ্কা করছেন? এই প্রশ্নে অবশ্য কোনও মন্তব্য করতে চাননি বিমান বন্দ্যোপাধ্যায়। শুধু বললেন, ‘সেটা তাঁকেই জিজ্ঞেস করবেন।’