Abhishek Banerjee Prediction: বাংলায় কত আসন পাবে তৃণমূল? বড় ভবিষ্যদ্বাণী করে দিলেন অভিষেক
TMC: সোমবার বিকেলে ডায়মন্ড হারবারে এক রোড শো শেষে অভিষেক আত্মবিশ্বাসী সুরে দাবি করলেন, '৩৩টি আসনে ভোট হয়েছে। এর মধ্যেই তৃণমূল ২৩ পার করে দিয়েছে।' পদ্ম শিবিরকে চ্যালেঞ্জ ছুড়ে বলে দিলেন, ডায়মন্ড হারবারে বিজেপিকে 'রফাদফা' করে দেবেন।
কলকাতা: সপ্তম দফার ভোটের আগেই এবারের নির্বাচনে তৃণমূলের রেজাল্ট নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ষষ্ঠ দফার ভোটের পর অভিষেকের হিসেব, তৃণমূল ইতিমধ্য়েই ২৩ আসনে জয় নিশ্চিত করে ফেলেছে। সোমবার বিকেলে ডায়মন্ড হারবারে এক রোড শো শেষে অভিষেক আত্মবিশ্বাসী সুরে দাবি করলেন, ‘৩৩টি আসনে ভোট হয়েছে। এর মধ্যেই তৃণমূল ২৩ পার করে দিয়েছে।’ পদ্ম শিবিরকে চ্যালেঞ্জ ছুড়ে বলে দিলেন, ডায়মন্ড হারবারে বিজেপিকে ‘রফাদফা’ করে দেবেন।
নিজের পুরনো বক্তব্যের কথাও মনে করিয়ে দেন অভিষেক। তৃণমূলের সেকেন্ড-ম্যান জানান, তিনি আগে বলেছিলেন এবারের ভোটে তৃণমূলের আসন ২০১৯ সালের থেকে একটি হলেও বাড়বে। সেই কথার ব্যাখ্যা দিতে গিয়ে অভিষেক বলেন, ‘২০১৯ সালের ভোট ২২ ছিল। যদি খুব খারাপ হয়, যদি পৃথিবী রসাতলে যায়, তাহলেও ২৩ হয়। এখনও পর্যন্ত ৯টি আসনে ভোট বাকি আছে। ৩৩টি আসনে ভোট হয়েছে। এর মধ্যেই তৃণমূল ২৩ পার করে দিয়েছে।’
এদিকে বিজেপি শিবিরও এবার ২০১৯ সালের থেকে আরও বেশি আসন জেতার টার্গেট নিয়েছে বাংলা থেকে। ৪২টি আসনের মধ্যে থেকে অন্তত ৩০টি আসন জেতার লক্ষ্য নিয়েছে পদ্ম শিবির। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আবার এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, এবারের ভোটের বাংলার থেকেই সবথেকে বেশি সাফল্য আসবে বিজেপির। প্রধানমন্ত্রীর কথায়, বাংলায় তৃণমূল অস্তিত্ব রক্ষার লড়াই চালাচ্ছে। এমন অবস্থায় এবার অভিষেকও পাল্টা জানিয়ে দিলেন, সপ্তম দফার ভোট বাদ দিয়েই তৃণমূলের ২৩ আসনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।