Panchayat Election Results: ভোটে জিতেই ‘অ্যাকশন’, ভাঙড়ে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ আইএসএফের বিরুদ্ধে

Panchayat Election Results: প্রসঙ্গত, পোলেরহাট ২-এ মোট আসনের সংখ্যা ২৪। তারমধ্যে মাত্র ১টিতে জয়ী হয়েছে ঘাসফুল শিবির।

Panchayat Election Results: ভোটে জিতেই ‘অ্যাকশন’, ভাঙড়ে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ আইএসএফের বিরুদ্ধে
উত্তপ্ত ভাঙড়Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 11, 2023 | 5:13 PM

ভাঙড়: ভাঙড় ১ নম্বর ব্লকে গ্রাম পঞ্চায়েতগুলিতে নিরুঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় জিতে গিয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। অন্যদিকে ভাঙড় ২ ব্লকে আবার তৃণমূলকে জোর টক্কর দিয়েছে আইএসএফ। এই ব্লকেই পোলারহাট ২ নম্বর পঞ্চায়েতে আইএসফের কাছে ধরাশায়ী হয়েছে তৃণমূল। নিজের গড়েই হারতে হয়েছে আরাবুল ইসলামকে। এদিকে ফল প্রকাশের সময় থেকেই ভাঙড়ের (Bhangar) নানা প্রান্ত থেকে লাগাতার আসতে থাকে বোমাবাজির খবর। ঘাসফুল শিবিরের অভিযোগ, ভোটে জেতার পরেই এলাকায় ব্যাপক সন্ত্রাস শুরু করেছে আইএসএফের লোকজন। 

অভিযোগ, ইতিমধ্যেই দক্ষিণ গাজীপুরে তৃণমূলের পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলেও আইএসএফের মারমুখী কর্মী-সমর্থকদের হাত থেকে রেহাই পায়নি পুলিশও। পুলিশকে লক্ষ্য করেও ইট ছোড়া হয় বলে অভিযোগ। এ ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই কাশীপুর থানার পুলিশ ৪ জনকে আটক করেছে বলে জানা যাচ্ছে। 

প্রসঙ্গত, পোলেরহাট ২-এ মোট আসনের সংখ্যা ২৪। তারমধ্যে মাত্র ১টিতে জয়ী হয়েছে ঘাসফুল শিবির। অন্যদিকে এখনও পর্যন্ত সামনে আসা পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ১১টি আসনে জয়ী হয়ে গিয়েছে জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি ও আইএসএফ জোটের প্রার্থীরা। অভিযোগ, এই ফল সামনে আসার পরেই এলাকায় বিজয়োল্লাসে মেতে ওঠেন আইএসএফের কর্মীরা। তখনই হামলা চলে তৃণমূলের পার্টি অফিসে।