Lovely maitra: ককের পিছনে একের পর এক বাড়ি, শাড়ি পরে খেলায় মজলেন লাভলী-ফিরদৌসী

Lovely Maitra: বুধবার বিধানসভায় স্বরাষ্ট্র বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠক সেরে দু'জনেই আসেন রাজপুর সোনারপুর পুরসভায়। চেয়ারম্যানের সঙ্গে মিটিং সেরে রাত্রিবেলা বের হচ্ছিলেন তাঁরা। সেই সময় কয়েকজন যুবককে র‍্যাকেট হাতে খেলতে দেখেন।

Lovely maitra: ককের পিছনে একের পর এক বাড়ি, শাড়ি পরে খেলায় মজলেন লাভলী-ফিরদৌসী
ব্যাডমিন্টন খেললেন লাভলী-ফৌরদৌসীImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 14, 2023 | 12:05 PM

সোনারপুর: শীতের সন্ধ্যে। জুবুথুবু বাঙালি। কেউ রয়েছেন চা-কফিতে। কেউ ব্যস্ত সুপের বাটিতে চুমুক দিতে। তবে এইসব ছেড়ে সোনারপুরের দুই বিধায়ককে দেখা গেল অন্য ভূমিকা। শাড়ি পড়েই র‍্যাকেট হাতে ব্যাডমিন্টন কোর্টে নামলেন সোনারপুর দক্ষিন বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্র এবং সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম।

বুধবার বিধানসভায় স্বরাষ্ট্র বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠক সেরে দু’জনেই আসেন রাজপুর সোনারপুর পুরসভায়। চেয়ারম্যানের সঙ্গে মিটিং সেরে রাত্রিবেলা বের হচ্ছিলেন তাঁরা। সেই সময় কয়েকজন যুবককে র‍্যাকেট হাতে খেলতে দেখেন। এরপর আর খেলার লোভ সামলাতে পারেননি। তাঁরা দুজনেই নেমে পড়েন মাঠে। বেশ কিছু সময় দু’জনে খেলাধূলা করেন।

পরবর্তীতে তাঁদের সঙ্গে খেলায় যোগ দেন রাজপুর সোনারপুর পুরসভার পুরপ্রধান পল্লব কান্তি দাস ও পৌর পারিষদ সদস্য নজরুল আলি মণ্ডল। খেলা শেষে দুজনেই জানান খুব ভালো লাগছে তাদের। লাভলী মৈত্র বলেন, “আমি খুব ভালবাসি ব্যাড মিন্টন খেলতে। আজ এখানে খেলার আয়োজন দেখে থামতে পারলাম না। সবাই বলল খেলার জন্য।” অপরদিকে, ফিরদৌসী বেগম বললেন, “কাজের জন্য তো আর সময় হয় না। অনেকদিন পর ব্যাট হাতে পেয়ে ভাল লাগল।”