ভাঙড়ে ভোটের ২৪ ঘণ্টা আগে উদ্ধার তাজা বোমা
র্বাচনের আগের দিনই (West Bengal Assembly Election 2021) বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ভাঙড়ে (Bhangar)।
দক্ষিণ ২৪ পরগনা: নির্বাচনের আগের দিনই (West Bengal Assembly Election 2021) বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ভাঙড়ে (Bhangar)।
নির্বাচনের কয়েক ঘণ্টা আগে ভাঙড়ের পশ্চিম ভোগালি এলাকায় ড্রাম ভর্তি বোমা উদ্ধার করল কাশীপুর থানার পুলিশ। শুক্রবার সকালে পশ্চিম ভোগালি গ্রামের একটি বাঁশ বাগানে ড্রামটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। উঁকি দিয়ে দেখতে পান ড্রামে বোমা রাখা রয়েছে।
মাটির নীচে গর্ত করেও রাখা ছিল তাজা বোমা। খবর পেয়ে, কাশীপুর থানার পুলিশ ওই বোমাগুলি উদ্ধার করে। বোমা নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে যায় সিআইডির বম্ব স্কোয়াড।একটি ফাঁকা মাঠে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়। কে বা কারা এই বোমা-গুলি রেখেছে তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনা তদন্তে পুলিশ।