রাজনৈতিক সংঘর্ষে তপ্ত সোনারপুর, বাঁশ- রড-বন্দুক নিয়ে ‘হামলা’
ভোট আবহে (West Bengal Assembly Election 2021) ফের রাজনৈতিক হিংসায় থমথম রাজপুর-সোনারপুর (Rajpur Sonarpur)। তৃণমূল (TMC ) কর্মীদের উপরে হামলা অভিযুক্ত বিজেপি (Bengal BJP)।
দক্ষিণ ২৪ পরগনা: ভোট আবহে (West Bengal Assembly Election 2021) যুযুধান প্রতিপক্ষের লড়াই নামার লক্ষণ নেই। কোথাও বোমাবাজি, কোথাও গুলি, অভিযোগ পাল্টা অভিযোগে ত্র্যস্ত সাধারণ মানুষ। ভোট মিললেও উত্তেজনা থাকছে। ফের রাজনৈতিক হিংসায় থমথম রাজপুর-সোনারপুর (Rajpur Sonarpur)। তৃণমূল (TMC ) কর্মীদের উপরে হামলা অভিযুক্ত বিজেপি (Bengal BJP)। যদিও বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই ঘটনা।
এলাকার মাটি প্রথম থেকেই গরম ছিল। সোমবার নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায়। সোমবার রাতে এলাকার ১ নম্বর ওয়ার্ডের জলপোল এলাকা থেকে বাড়ি ফিরছিলেন কয়েকজন তৃণমূলকর্মী। অভিযোগ, পথেই তাঁদের ঘিরে ধরেন কয়েকজন যুবক। প্রথণে বচসা, তারপর অতর্কিতে হামলা। রড-লাঠি-বন্দুকের বাঁট দিয়ে এলোপাথাড়ি মারা হয় বলে অভিযোগ।
মাথা ফাটে নিমাই সর্দার ও রণ সর্দার নামে দুই তৃণমূল কর্মীর। রক্তাক্ত অবস্থায় তাঁদের ফেলে রেখে পালান অভিযুক্তরা। আক্রান্তদের মধ্যে একজনই স্থানীয়দের ডেকে আনেন। তাঁরাই আক্রান্তদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
আরও পড়ুন: শীতলকুচির ‘প্রকৃত সত্য’ চাপা দিতে চাইছেন মমতার নিরাপত্তা অধিকর্তা, চাঞ্চল্যকর দাবি বিজেপির
রাতেই ঘটনাস্থলে পৌঁছয় নরেন্দ্রপুর থানার পুলিশ। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। এই মর্মে থানাতেও অভিযোগ করেন তাঁরা। এদিনের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।